23-05-2021, 06:27 AM
(22-05-2021, 08:10 PM)sudipto-ray Wrote: আসন্ন ঝড়ের অপেক্ষায় খান পরিবার। যে ঝড়ে তছনছ হয়ে যাবে খান পরিবারের নীতি ও আদর্শবোধ। এই রক্ষণশীলতা ভাঙার জন্য এক বা একাধিক কামুক, লম্পট ও শক্তিশালী চরিত্রের প্রয়োজন। যে বা যারা, খান পরিবারকে অত্যন্ত সুকৌশলে তাদের ধর্মীয় নীতিবোধ ও আদর্শ হতে বিচ্যুত হতে বাধ্য করবে। তবে তা অতটাও সহজ হবে না। আর খান পরিবারের সাথে যে বা যারা টক্কর নিবে, সে নিশ্চয়ই ছোট মাপের কোন লোক হবে না। তাদের প্রোফাইলটাও বড়ই হবে। লেখকের মনে কি আছে, তা লেখকই ভাল জানে।দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। লিখতে বসলেই সব কিছু গুলমাল হয়ে যায়। মনের ভাবনাগুলোকে লেখার ভাষায় প্রকাশ করা আমার মতো অপেশাদার আনাড়ি লেখকের জন্য আসলে অত্যন্ত কঠিন কাজ। অন্যদিকে সাংসারিক জীবনের ব্যস্ততার কারণে লেখা লেখির জন্য সময় বের করাও বেশ কঠিন। আরেকটা বিষয় হলো এই যে এই forum-এ adult theme নিয়ে গল্প লিখতে গেলে সবসময় টেনশনে থাকতে হয় লেখকদের। কে কখন রিপোর্ট করে দেয় এ নিয়ে। আমি বুঝতে পারেনি না,অনেকে মা-ছেলে,বাপ -মেয়ে,ভাই-বোনের ইন্সেস্ট গল্প পড়ে নিয়মিত ধন খেঁচে আর adult section এসে ধর্মীয় অনুভূতি, সাম্প্রদায়িকতা ইত্যাদি খুঁজে বেড়ায়। তাই এ গল্পটা নিয়ে আমি যে theme ঠিক করেছিলাম সেটা হয়তো প্রকাশ করতে পারবোনা। ইতিমধ্যে Bumba দা উধাও। এখনো এর প্রকৃত কারণ জানতে পারলাম না। আরে বাবা তোরা যদি এতই সাধু-সন্ন্যাসী হয়ে থাকো তাহলে যৌনতার এই নিষিদ্ধ কাল্পনিক জগতে কেন আসো? তোমাদেরতো গুহায় কিংবা নির্জন কোনো স্থানেগিয়ে ধ্যান করে জীবন কাটানো উচিত।
বর্তমানে বুম্বাদার অভাব আপনি ও বাবান দা পূরণ করছেন। Xossipy তে নিয়মিত ও ভালো লেখকের সংখ্যা খুবই নগন্য। আপনারা সেই কাজটিই করছেন। নিয়মিত আপডেট দিয়ে পাঠকদেরকে মাতিয়ে রেখেছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ। নিয়মিত আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
ক্ষমা করবেন দাদা।ধান ভাংগতে গিয়ে শিবের গীত গাওয়ার জন্য। কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।