20-05-2021, 04:15 PM
(20-05-2021, 04:01 PM)cuck son Wrote: এবার ঠ্যালা সামলান,![]()
![]()
![]()
যদিও লেখক আর পাঠক এর মাঝে অনধিকার চর্চা হয়ে যাচ্ছে তবুও বলছি । গল্প কে কখনো জীবনের সাথে মেলাতে যাবেন না । ইহা শরীর আর মনের স্বাস্থ্যের জন্য হানিকারক ।
গল্প পড়ার সময় আমার ফান্ডা বেশ ক্লিয়ার , গল্প পড়ি, দুই একবার গিটার বাজাই , শান্তিতে ঘুমিয়ে যাই ।
ঠিক কথা.....
অনেকটা সিনেমা দেখার মতো. ঠিক সিনেমা দেখার সময় সব মিথ্যা জানা সত্ত্বেও ওই মুহূর্তে সব ভুলে চোখের সামনে ঘটে চলা সিন্ গুলোকে সত্যি ভেবে আনন্দ পাই দুঃখ পাই রেগে যাই.. মানে উপভোগ করি, তেমনি এইসব গল্প পড়ার সময়ও আমাদের মাথা সত্যিকারের বাস্তব থেকে বেরিয়ে একটা নকল বাস্তব সৃষ্টি করে আর সেই বাস্তবে এই চরিত্র সত্যিই এক্সিস্ট করে আর তাদের কার্যকলাপ দেখে আমরা মানে আমাদের ছোট ভাই আনন্দে ঘুম থেকে জেগে ওঠে
