20-05-2021, 04:13 PM
আমি ভাল নেই
তুমি ভাল আছ?
মনে আছে কিছু?
আমাদের কৃত পাপ?
বৃষ্টিতে ভেজা দিন
পাশাপাশি রিকশায়
হুড তুলে পলিথিন?
আমার চঞ্চল হাত
তোমার মৃদু প্রতিবাদ
আমার অস্থির ঠোঁট
তোমার তীব্র প্রতিরোধ?
অথবা
একটু খানি রৌদ্র বেলায়
লেকের ধারে গাছের তলায়
ঝিরঝিরিয়ে বৃষ্টি হলে
তুমি আমি ছাতার তলে,
কিশোর বয়স কৌতূহলে
তোমার শরীর হাতরে চলে?
অথবা
নির্জনে দেখা হলে
দরজার খুঁট তুলে
আমার অসভ্য হাত
তোমার ব্রেসিয়ার খুলে!
তুমি বলতে এ “পাপ”
আমি বলতাম ভালবাসা
তুমি বলতে “থাম –
এ খেলা সর্বনাশা!”
অতঃপর
আমি নতজানু
তুমি আধ শোয়া
তুমি ভীত সন্ত্রস্ত
আমি বেপরোয়া।
তোমার উরুজঙ্ঘা
আমার প্রেমসংজ্ঞা
তোমার ঊরুসন্ধি
আমি মোহ বন্দি।
তুমি বলতে এ “পাপ”
আমি বলতাম ভালবাসা
তুমি বলতে “থাম –
এ খেলা সর্বনাশা!”
ও খেলা ভালোবাসা-
ও খেলা সর্বনাশা
জেনে শুনে করেছি পাপ
সে পাপে দহন আছে
জ্বলে পুড়ে মরছি আজো
মরে গিয়ে বাঁচার মাঝে।
তুমি ভাল আছ?
মনে আছে কিছু?
আমাদের কৃত পাপ?
বৃষ্টিতে ভেজা দিন
পাশাপাশি রিকশায়
হুড তুলে পলিথিন?
আমার চঞ্চল হাত
তোমার মৃদু প্রতিবাদ
আমার অস্থির ঠোঁট
তোমার তীব্র প্রতিরোধ?
অথবা
একটু খানি রৌদ্র বেলায়
লেকের ধারে গাছের তলায়
ঝিরঝিরিয়ে বৃষ্টি হলে
তুমি আমি ছাতার তলে,
কিশোর বয়স কৌতূহলে
তোমার শরীর হাতরে চলে?
অথবা
নির্জনে দেখা হলে
দরজার খুঁট তুলে
আমার অসভ্য হাত
তোমার ব্রেসিয়ার খুলে!
তুমি বলতে এ “পাপ”
আমি বলতাম ভালবাসা
তুমি বলতে “থাম –
এ খেলা সর্বনাশা!”
অতঃপর
আমি নতজানু
তুমি আধ শোয়া
তুমি ভীত সন্ত্রস্ত
আমি বেপরোয়া।
তোমার উরুজঙ্ঘা
আমার প্রেমসংজ্ঞা
তোমার ঊরুসন্ধি
আমি মোহ বন্দি।
তুমি বলতে এ “পাপ”
আমি বলতাম ভালবাসা
তুমি বলতে “থাম –
এ খেলা সর্বনাশা!”
ও খেলা ভালোবাসা-
ও খেলা সর্বনাশা
জেনে শুনে করেছি পাপ
সে পাপে দহন আছে
জ্বলে পুড়ে মরছি আজো
মরে গিয়ে বাঁচার মাঝে।