19-05-2021, 10:19 AM
(18-05-2021, 11:39 PM)Monkey D. Dragon Wrote: গল্পের প্লট টি খুব সুন্দর। ক্যারেক্টার গুলো যেন বাস্তব জিবন থেকে নেয়া। কিন্তু একদম গল্পের মত। পিনু দার লেখা গল্প গুলো অসাধারণ। তার মধ্যে এই একটা।গল্প টি পড়ে, পাঠক হিসেবে নিজের মতামত টি প্রকাশ না করলে কেমন যেন মনে হয় লেখক এর সাথে অন্যায় করছি সে যাহোক, আপনি খুব সহজ এবং সরল কিন্তু চমৎকার ভাবে লেখেন।সম্পুর্ন গল্পটি একদম জমে ক্ষির হয়েছিল কিন্তু রিতিকার সিনটি ১ ফোটা চোনার কাজ করে দিল ?।রিশুর চরিত্র টি বরাবর আমার কাছে ভাল লেগেছে সুধু শেষ সিনটা ছাড়া।মানে তাকে আপনি দায়িত্বশীল এবং ব্যক্তিত্ত বান দেখালেন। শালিনির দুরাবস্থায় সে কোনো সুযোগ নেয় নি বরং সাহায্য করেছে কিন্তু রিতিকার সাথে লম্পট কি করে হয়ে গেল? ?তাহলে চন্দ্রিকা ত ঠিকই ছিল রিশুর চরিত্র ভাল নয়। আর শেষ পর্যন্ত দেখলাম রিশুর কোনো ভুল ছিল না তাও সে ক্ষমা চেয়ে গল্পের ক্লাইম্যাক্স ঠিক রাখল।দাদা হিসেবে বোন কে শাসন করেছে কারন সেখানে সত্যিই লিমিট ক্রস হয়ে যাচ্ছিল যেটা কোনো ভাই সহ্য করতে পারে না।ঝিনুক অপ্রাসঙ্গিক ভাবে রিশুর মা নিয়ে কথা বলেছে। শুধু শুধু রিশুকে কষ্ট দেয়া হল সেই ঝিনুক এর সাথে বিয়ের পর থেকে, কত অপমান এবং দুরব্যবহার সহ্যকরে গেছে রিশু। সে যাহোক এখানে অনেকে বলতে পারেন পুরুষ হিসেবে দেখছি ব্যাপার টা, তা না। একজন মায়ের বা নারীর স্থান অবশ্যই পুরুষের উপরে(যেটা রিশু বরাবরএ দিয়ে গেছে তার মা এবং ঝিনুক কে)।যেভাবে আপনি তা দেখিয়েছেন "অসীম তৃষনায়" বা "কলঙ্কিনি কঙ্কাবতী" তে
সেটা আমার খুব ভাল লেগেছে।
আমি কোনো সমালোচক নই দাদা, জাস্ট আমার দৃষ্টি তে লাগলো তাই বললাম।
কোনো ভুল হলে ক্ষমাপ্রার্থী।??
আশা করি "সুপ্তির সন্ধানে" আরও ভাল একটি কিছু পাব।
আছি শুধু পিনুরাম দাদার ফিরে আসার অপেক্ষায়. আশা যে তিনি ভালো আছেন আর কখনো হয়তোবা আবার ফিরে আসবেন..........