18-05-2021, 10:02 AM
(02-12-2020, 03:14 PM)aada69 Wrote: গল্পের শুরুটা একটা নতুন যৌনতার মোড় দিয়ে শুরু হয়েছিল। এই গল্পের কোন জায়গাতেই আমার বোরিং ফিল হয়নি। তবে মাঝখানে রেস্টুরেন্টে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমার মনে হয়েছে যেন ব্রেজারস এ দিরেক্টর তার মুভি কলকাতাতে শুট করছেন। তবে এরপরই আবার সেই অসামান্য লেখনি শুরু হয়। গল্পের শেষে টুইস্টা দারুন। তবে সমস্ত যৌন দৃশ্য ছাপিয়ে যায় একদম শেষ প্যারা। সত্যি বলতে কাকু ওরফে অবৈধ বাবার চরিত্র দেখে হয়তো মেয়েরা ছেলেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে বসেছিল। তবে অবশেষে বান্টি দার ভালোবাসা দেখে মেয়েরা ছেলেদের প্রতি বিশ্বাস ফিরে পাবে। মোটকথা এই গল্পটি অসাধারণ।
true!