17-05-2021, 09:27 PM
(This post was last modified: 17-05-2021, 09:31 PM by cuck son. Edited 2 times in total. Edited 2 times in total.)
(16-05-2021, 06:45 PM)fer_prog Wrote: সুন্দর সমাপ্তি। ধন্যবাদ এমন গল্প উপহার দেয়ার জন্যে।ধন্যবাদ স্যার
(16-05-2021, 08:05 PM)ব্যাঙের ছাতা Wrote: পরিসমাপ্তিটা এমনই হবে আঁচ করেছিলাম!অবশ্যই দেবো
তবে শেষ হয়তো হবে না আশঙ্কাও ছিল! তবে আপনি কথা রেখেছেন! যা অপেক্ষা তার জন্য তো ঐ কোভিড দায়ী! তবুও সান্তনা আপনি সুস্থ হয়ে ফিরেছেন! ধন্যবাদ রইলো! এবং বাকিগুলোতে আপডেট দেয়ার আবেদনও রইলো!
(17-05-2021, 05:57 PM)aminabila001 Wrote: marvelous অতি সুন্দর , এমন নয় যে লেখার মান আকাশ ছোঁয়া কিন্ত চেষ্টার কমতি নেই। সত্যি বলার ভাষা খুঁজে পাচ্ছি না ।যেটুকু পাই তাতেই আমার কানায় কানায় পূর্ণ হয়ে যায় । ধন্যবাদ ।
সত্যি বলতে আপনি এমন একটা গল্প লেখার জন্য এই ফোরাম কে বেছে নিয়ে খুব একটা বুদ্ধিমান এর মতো কাজ করেছেন বলে আমার মনে হয় না , এখানে এমন গল্পের সমাদর পাবেন না । একজন গুনমুদ্ধ হিসেবে সাজেশন করবো গল্পটাকে আর একটু ঘষামাজা করে অন্য কোন প্লাটফরম এ পোস্ট করুন । আশা করি ভালো রেস্পন্স পাবেন ।
আমি নিজেও এখানে চটি পড়তে এসেছি । তবে এই গল্পটা পড়তে গিয়ে একটু থমকে যেতে হয়েছে । তাই বললাম আশা করি এই অজাচিত সাজেশনে মাইন্ড করবেন না ।
there was পিনুরাম now you । তবে আপনার গল্পের নারী চরিত্র গুলিকে অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে আর দশটা গল্পের চেয়ে। ঐযে ঝুমার ট্যাবলেট নিয়ে ছোট মিয়াঁর সামনেই খেয়ে ফেলা দৃশ্যটা । উফ অসাধারণ , এই ছোট একটা ঘটনার মাঝে দিয়ে আপনি ঝুমার চরিত্রতাকে যে কতটা শক্ত করেছেন সেটা বলে বোঝাতে পারবো না ।
(17-05-2021, 08:31 PM)ddey333 Wrote: কি বলবো কিছু বুঝতে পারছি না ..ভাষা হারিয়ে গেছে ...এখন কিছু বললে সেটা জোর করে বলা হবে ,তাই এখন থাক,আমি ভাই সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না , যদি পারতাম তাহলে বলতাম ......
পরে ...
"অনেক সময় বোবা শব্দ গুলো মুখের ভাষার চেয়ে মর্ম স্পর্শী হয়ে ওঠে। যার আঘাত সরাসরি হৃদয়ে লাগে , এর জন্য কান কে মাদ্ধম করতে হয় না "
জনৈক বেক্তি