17-05-2021, 09:15 PM
সাদেক খান অন্যমনস্কভাবে জগিং করতে করতে গুলশান পার্কের দিকে যাচ্ছেন এবং ঘটে যাওয়া ঘটনাটি ও ভয়ঙ্করদর্শী লোকটি সম্পর্কে ভাবতে লাগলেন। একটু দূরে গিয়ে তিনি পিছনে তাকিয়ে দেখলেন লোকটি আর সেখানে নেই। এই ভোর বেলায় কেনোই বা লোকটি তার কাছে কাজ চাইতে এলো। লোকটিকে দেখে তো মনে হচ্ছে না তার মতো লোকের কাজের কোনো অভাব আছে। এমন ষন্ডা মার্ক চেহেরার শক্তিশালী লোকের জন্য ঢাকা শহরে কাজের কোনো অভাব নেই। রিকসা চালানো,ঠেলাগাড়ি চালানো,কুলিগিরি করা কিংবা কন্সট্রাকশনের কাজের জন্য এধরনের লোকের প্রচুর ডিমান্ড যেমন আছে তেমনি ইনকামও যথেষ্ট। এসব সাত -পাঁচ ভাবতে ভাবতে তিনি কিছুক্ষন জগিং করলেন। পরিচিত দুয়েকজনের সাথে দেখা হলেও তিনি না দাড়িয়েই শুধু হাই, হ্যালো , কেমন আছেন ইত্যাদি বলে তাদের পাশ কাটিয়ে গেলেন। পরিচিত কারো সাথে দেখা হলে সাধারণত তিনি দাড়িয়ে তাদের সাথে কুশল বিনিময় করে তাদের ভালো-মন্দ খুজঁখবর নেন। কিন্তু আজ এর ব্যতিক্রম ঘটলো মূলত এই ভয়ঙ্কর লোকটির কারণে।এভাবে আরো কিছুক্ষন অন্যমনস্কভাবে জগিং করে তিনি সিদ্ধান্ত নিলেন বাসায় ফিরে যাবেন। সাধারণত তিনি এতো তাড়াতাড়ি বাসায় ফিরেন না। বাসায় ফিরে কলিং বেল বাজাতেই তার সবচেয়ে কাছের মানুষ ,তার অনিন্দসুন্দরী স্ত্রী শায়লা খান দরজা খুললেন এবং তার পতিদেবকে দেখে মিলিয়ন ডলারের একটি মিষ্টি মুচকি হাসি দিলেন। পতিব্রতা এবং গৃহলক্ষী স্ত্রীর মিষ্টি হাসি ও মধুর কোথায় সাদেক খান তাৎক্ষণিকভাবে সেই ভয়ঙ্করদর্শী খুনে লোকটির কথা ভুলে গেলেন।
তিনি ধীরে ধীরে হেঁটে গিয়ে হল রুমের সোফায় বসে সোফার প্রান্ত ভাগের দুদিকে দুহাত প্রসারিত করে দিয়ে মাথাটাকে পিছন দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতে লাগলেন । শায়লা খান দরজা লক করে স্বামীর পাশে এসে বসলেন এবং তার অত্যন্ত দামি ওড়নার প্রান্তভাগ দিয়ে স্বামীর কপালের ঘাম মুছতে মুছতে মিষ্টি স্বরে বললেন ," কী ব্যপার আজ এতো তাড়াতাড়ি চলে এলে যে ?"
স্ত্রীর এই প্রশ্নের সাথে সাথে সেই ভয়ঙ্কর লোকটির চেহেরা আবার সাদেক খানের চোখের সামনে ভেসে উঠলো। জগিং করার সময় ঘটে যাওয়া ঘটনাটি স্ত্রীর সাথে শেয়ার করবেন কি না এ নিয়ে সাদেক খান একটু দ্বিধা-দ্বন্দে পরে গেলেন।তিনি সবকিছুই তার প্রাণপ্রিয় স্ত্রীর সাথে শেয়ার করেন। শেষ পর্যন্ত ঘটনাটি তিনি তার স্ত্রীর সাথে শেয়ার না করারই সিদ্বান্ত নিলেন। কারণ তিনি জানেন যে তার স্ত্রী তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাই এই ভয়ঙ্কর লোকটির কথা যদি তিনি বলেন তাহলে পরদিন থেকে তার জগিংয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তার স্ত্রী তাকে আর কখনই এতো ভোরে জগিং করতে দিবে না।
"না, তেমন কোনো ব্যপার না। আজ একটু টায়ার্ড ফিল করছি তাই চলে এলাম। "সাদেক খান চোখ বন্ধ করেই স্ত্রীর প্রশ্নের জবাব দিলেন।
"ঠিক আছে, তুমি উপরে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে যাও আর আমি তোমার জন্য এক কাপ স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি। "এ কথা বলে শায়লা খান কিচেনের দিকে যেতে লাগলো আর সাদেক খানও তার চোখ খুলে স্ত্রীর দিকে তাকালেন। সালোয়ার কামিজের উপর দিয়েই স্ত্রীর উন্নত পাছার নাচন দেখে একটা মুচকি হাসি দিয়ে সাদেক খান ফ্রেশ হওয়ার জন্য উপরে চলে গেলেন।
শায়লা খান রুখসানাকে নাস্তা বানানোর জন্য বললেন এবং তিনি নিজ হাতে পতিদেবতার জন্য চা বানাতে লাগলেন।
তিনি ধীরে ধীরে হেঁটে গিয়ে হল রুমের সোফায় বসে সোফার প্রান্ত ভাগের দুদিকে দুহাত প্রসারিত করে দিয়ে মাথাটাকে পিছন দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতে লাগলেন । শায়লা খান দরজা লক করে স্বামীর পাশে এসে বসলেন এবং তার অত্যন্ত দামি ওড়নার প্রান্তভাগ দিয়ে স্বামীর কপালের ঘাম মুছতে মুছতে মিষ্টি স্বরে বললেন ," কী ব্যপার আজ এতো তাড়াতাড়ি চলে এলে যে ?"
স্ত্রীর এই প্রশ্নের সাথে সাথে সেই ভয়ঙ্কর লোকটির চেহেরা আবার সাদেক খানের চোখের সামনে ভেসে উঠলো। জগিং করার সময় ঘটে যাওয়া ঘটনাটি স্ত্রীর সাথে শেয়ার করবেন কি না এ নিয়ে সাদেক খান একটু দ্বিধা-দ্বন্দে পরে গেলেন।তিনি সবকিছুই তার প্রাণপ্রিয় স্ত্রীর সাথে শেয়ার করেন। শেষ পর্যন্ত ঘটনাটি তিনি তার স্ত্রীর সাথে শেয়ার না করারই সিদ্বান্ত নিলেন। কারণ তিনি জানেন যে তার স্ত্রী তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাই এই ভয়ঙ্কর লোকটির কথা যদি তিনি বলেন তাহলে পরদিন থেকে তার জগিংয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তার স্ত্রী তাকে আর কখনই এতো ভোরে জগিং করতে দিবে না।
"না, তেমন কোনো ব্যপার না। আজ একটু টায়ার্ড ফিল করছি তাই চলে এলাম। "সাদেক খান চোখ বন্ধ করেই স্ত্রীর প্রশ্নের জবাব দিলেন।
"ঠিক আছে, তুমি উপরে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে যাও আর আমি তোমার জন্য এক কাপ স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি। "এ কথা বলে শায়লা খান কিচেনের দিকে যেতে লাগলো আর সাদেক খানও তার চোখ খুলে স্ত্রীর দিকে তাকালেন। সালোয়ার কামিজের উপর দিয়েই স্ত্রীর উন্নত পাছার নাচন দেখে একটা মুচকি হাসি দিয়ে সাদেক খান ফ্রেশ হওয়ার জন্য উপরে চলে গেলেন।
শায়লা খান রুখসানাকে নাস্তা বানানোর জন্য বললেন এবং তিনি নিজ হাতে পতিদেবতার জন্য চা বানাতে লাগলেন।