16-05-2021, 05:40 PM
(16-05-2021, 05:19 PM)cuck son Wrote: দাদা আপনাকে ঈদের শুভেচ্ছা , ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও গরম গরম পরটা আমাদের পাতে দেবেন , সেই কামনা করছি । পরটা বললাম বলে আবার নিজেকে হালুয়াই মনে করছেন নাকি? আমার কাছে কিন্তু এখানকার লেখকদের পরটা ওয়ালাই মনে হয় । দেখবেন দোকানে যে লোকটা পরটা বানায় সে কেমন চুলার আঁচে ঘেমে নেয়ে একাকার হয় যায় । আর আমরা সেই গনগনে আঁচে দাড়িয়ে পরটা ওয়ালার কষ্টের ফসল , এসি রুমে বসে গরম গরম খাই । তেমনি এই রকম ফোরামের লেখক রা কষ্ট করে লিখে আমাদের জন্য গরম গরম আপডেট পোস্ট করেন, আর আমরা বসে বসে উপভোগ করি ।
অন্যদের কেমন লাগে জানি না তবে আমি যখন কোন আপডেট পড়ি তখন ঠিক ওই ধোঁয়া ওঠা পরটা খাওয়ার ফিল পাই ।
পরোটা ভালো লাগলে কিন্তু আমাদের উচিত পরের বার পরোটা কিনতে গিয়ে আগেরবারের পরোটার তারিফ করে আসা. যাতে সেই কষ্ট করে ঘাম ঝরানো লোকটার মুখে একটু হাসি ফোটে. আপনি, আমি আর কিছু জন হয়তো সত্যিই সেই কষ্ট বুঝি .... কিন্তু বাকি কজন তারিফ করে?