15-05-2021, 02:51 PM
![[Image: Chapter-18-A.png]](https://i.postimg.cc/DwQ9pWtL/Chapter-18-A.png)
১৮
দামাল কৈশোর
শীতের দুপুরে খাওয়ার পর খাটের ওপরে জানলার ফাঁক গলে আসা মিঠে রোদে পীঠ রেখে শোয়াটা পর্ণার কাছে ভিষন প্রিয়… আজকেও তার কোন ব্যতিক্রম হয় না… হাতের সব কাজ মিটিয়ে শায়নকে ঘুম পাড়িয়ে উঠে আসে খাটে, উপুড় হয়ে শুয়ে পড়ে মাথার আধো ভিজে চুলগুলোকে পীঠের ওপরে মেলে রেখে… হাতের মুঠোয় ধরা ডায়রির গোছাটাকে নিয়ে… বাড়ি এখন একেবারে নিস্তব্দ… সুনির্মলও অফিসে, এখন সে একেবারে নিজের জগতে বেশ কিছুক্ষন থাকতে পারবে, তাই এর ফাঁকে হাতে পাওয়া ডায়রিগুলোর পাতা উল্টে নিতে চায় সে… অন্য কারুর ডায়রি পরা উচিত যে নয়, সেটা সে ভালো করেই জানে, কিন্তু হাতে পেয়ে রেখে দেবে, সেটাই বা হয় কি করে? বারন তো আর করেনি পড়তে, তখন একটু চোখ বোলাতে দোষের কি? মেয়েলি কৌতুহলে নিজেকে চেপে রাখতে পারছে না সেই গতকাল রাত থেকে, তার হাতে ডায়রিগুলো আসা ইস্তক… রাতেই ভেবেছিল বসবে নিয়ে ডায়রিগুলো, কিন্তু সন্ধ্যের প্রচন্ড সুখের ক্লান্তিতে আর চোখ খুলে রাখতে পারেনি কিছুতেই… সুনির্মলকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছিল সে…
ডায়রিগুলো কয়েকটা হালের আর বেশির ভাগটাই বেশ পুরানো, পুরানো যেগুলো, তাদের পাতাগুলো প্রায় হলদেটে হয়ে এসেছে, দেখে মনে হয় কম করেও প্রায় বছর পঁচিশেক বা তারও বেশি বয়স তো হবেই এই গুলোর… বেশ কয়একটা পাতা মুচমুচে হয়ে ছিঁড়েও গিয়েছে, সব কটা পাতা পড়ার অবস্থায় নেই, কিন্তু যে কটা আছে, সেগুলোই বা কম কি? সাথে আবার কয়েকটা পৃষ্ঠার মধ্যে সাঁটা রয়েছে কিছু ছবিও… পরিষ্কার প্রচ্ছন্ন গোটা গোটা হাতে লেখা… হাতের লেখাটা বেশ সুন্দর…
“ডাক্তারের হাতের লেখা আবার এত সুন্দর হয় নাকি আবার” মনে মনে ভাবে পর্ণা… “অবস্য, এ তো আবার ডাক্তার ছাড়াও শিল্পীও শুনেছি, তাই হয়তো হাতের লেখা এত সুন্দর…” একটা সহজাত মেয়েলি ঈর্শা শিরশিরিয়ে ওঠে মনের কোনে…
কয়একটা পাতা উল্টে যেতে যেতে একটা পাতায় থামে পর্ণা… পড়তে শুরু করে সে…
৩০/৩, শুক্রবার
‘এই তিতাস... যাস না... ওয়েট... ইয়ু ডোন্ট... লিসিন টু মী ডিয়ার... ওদিকে জঙ্গলের মধ্যে কত কি সাপখোপ আছে ঠিক নেই... দাঁড়া... কথা শোন... ওই ভাবে দৌড়াস না... এই তিতাস...” পেছন থেকে মায়ের ডাক শুনতে পেলেও কানে না তুলে দৌড় মেরেছিলাম... আমার মত দষ্যি মেয়েকে কি থামানো মায়ের সাধ্যও... আমি রাজকুমারী... আমায় বাড়িতে বসিয়ে রাখবে? এটা আবার হয় নাকি? এক দৌড়ে একেবারে আমাদের ডেরায়... গড়ের জঙ্গলের মধ্যে... সেখানে আমার সাথীরা যে অপেক্ষায় রয়েছে... আমি বাড়ি বসে থাকব নাকি? ইশশশশ...
হ্যা, গড়ের জঙ্গল, আমাদের বাড়ির এই অংশটা এখন একেবারে পোড়ো আর জঙ্গলে ভরে গিয়েছে... বাড়ির পেছন দিক এটা... আগে আমাদের এই বাড়িটা আরো অনেক, অনেক বড় ছিল... দাদুর কাছে শুনেছি তখন নাকি এই বাড়িটা প্রায় প্রাসাদের মত বড় ছিল... কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে ছোট হয়ে এসেছে বাড়ির আয়তন, আর পড়ে থাকা অংশ গ্রাস করেছে নানান গাছ আর লতাগুল্ময়... এখন আর গ্রামের কেউ চট্ করে এই দিকটায় আসার সাহস করে না, একে তো সাপের ভয় আছেই, তার ওপরে লোকে বিশ্বাস করে এখানে এই গড়ের জঙ্গলে নাকি ভুত আছে... হি হি... ভুত আবার হয় নাকি? অবস্য এর ফলে আমাদের কিন্তু খুব সুবিধা হয়েছে... জঙ্গলের মাঝে একটা ফাঁকা মত জায়গা আছে, বাইরে থেকে চট করে চোখে পড়ে না কারুর, আর সেখানেই আমার রাজপাট বলা যেতে পারে... এটা আমার একেবারে আমার নিজস্ব রাজত্ব... এখানে আমিই সকলের রাজকুমারী, রাজকুমারী চন্দ্রকান্তা... আমার কথাই আমার সহচরদের কাছে শেষ কথা... একেবারে বেদ বাক্য যাকে বলে আর কি... সহচর বলে আবার অনেক লোক ভাবার কোন কারন নেই কিন্তু... পাঁচ জন... হ্যা, ফকির, কাজল, নয়না, আয়েশা আর পারুল...
“কি রে? তোরা তৈরী তো? কাল যা বলেছিলাম মনে আছে তো? নাকি আমায় ফের নতুন করে বোঝাতে হবে?” হাঁফাতে হাঁফাতে বলে উঠি আমি.. এই ভাবে এক দৌড়ে ছুটে আসায় হাঁফ ধরে গিয়েছে আমার... কথার মাঝে টেনে টেনে দম নিতে হয় আমাকে...
এতক্ষন বাকি পাঁচ জন গোমড়া মুখে বসেছিল... আমাকে দেখেই যেন সকলের মুখ উজ্জল হয়ে ওঠে... তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আমি ডেরায় ঢোকা মাত্র... ফকির, এদের মধ্যে বয়সে বড়, তাই দলে তার স্থান হলো দ্বিতীয়, আমার পরেই... আমার অবর্তমানে সেই দলটাকে পরিচালনা করে থাকে... কারন মাঝে মধ্যে আমাকে নিয়ে মা বাবা কোলকাতা যায়, তখন তার ওপরে দ্বায়িত্ব থাকে দলটাকে চালানোর... সেই ফকির ইশারা করে নয়নাকে... নয়না এক দৌড়ে ঝোঁপের আড়াল থেকে বের করে নিয়ে আসে ছেঁড়া ফাটা একটা জাল... যেটা অনেক কষ্টে সে বাবাকে লুকিয়ে ঘরের কোন থেকে নিয়ে এসেছে... পড়েছিল অনেকদিন ধরেই জালটা ঘরের কোনে, কিন্তু তাও, ভয়, বাবা যদি জানতে পারে এটার ব্যাপারে ঘুর্ণাক্ষরেও, তাহলে হয়তো পীঠের ওপরে চুরির সাজা নিতে হবে... কারন গ্রামের কারুই তো বাকি নেই এই ছয় জনের দৌরাত্মের কথা জানতে... শুধু মাত্র আমি এদের পান্ডা বলে অনেক ক্ষেত্রে রক্ষা পেয়ে যায় সহজেই... নচেৎ...
জালটা দেখে সন্তুষ্ট হই... হাত বাড়িয়ে নিজের হাত তুলে নিয়ে পরীক্ষা করে তাও একবার দেখেনি... তারপর বিজ্ঞের মত মাথা নাড়িয়ে বলি, “হ্যা... এটা বেশ ভালো জোগাড় করেছিস... মনে হচ্ছে অনেক গুলোই ধরতে পারবো আমরা... একটু ছেড়া, কিন্তু কি আর করা যাবে, এটা দিয়েই কাজ সারতে হবে আমাদের...”
আয়েশা, সে দলের সর্বকনিষ্ঠ সদস্যা... একটু এগিয়ে আসে আমার দিকে... তারপর যেন খুব একটা গূঢ় কথা বলতে যাচ্ছে, সেই মত মাথা নামিয়ে চাপা গলায় বলে, “আমরা ওই গুলা বাবুই লিয়ে কি করব রে? খায়ে লিবো?”
আয়েশার ছেলেমানুষিতে যেন খুব মজা লাগে আমার, একবার দলের বাকি সদস্যদের দিকে তাকিয়ে নিয়ে করুনার দৃষ্টিতে তাকাই আয়েশার দিকে... “তুই কি বোকা রে... পাখি ধরে কেউ খায়?” আমার কথায় বাকিরাও হেসে ওঠে খিলখিলিয়ে...
আয়েশা বোঝে না বলার কি দোষ বলে, বোকার মত আমাকে একবার, বাকিদের দিকে আর একবার তাকায় সে...
আমি হাত বাড়িয়ে আয়েশার কাঁধে রেখে বলি, “আমরা বাবুই ধরবো আবার তাদের উড়িয়েও দেব... দেখিস নি, যেমন করে সেদিন প্রজাপতি ধরেছিলাম? পাখিদের কেউ মারে নাকি? ওরা তো তাহলে কষ্ট পাবে, তাই না?”
আমার কথায় সন্তুষ্ট হয় আয়েশা... সেও এবার বাকিদের মত হেসে ওঠে খিলখিলিয়ে... “তাই বল তিতাস... মুই তো ভাবিছিলিম পাখি মারি খায়ি লিবো... এটা ঠিক কইছিস...”
“নাহ!... আর সময় নষ্ট নয়... চল তাহলে... এখন না গেলে আর পাখি পাবো না...” আয়েশার কথার পরেই তাড়া লাগাই সাথিদের... সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ে সকলে... আমাদের আসন্ন অভিযানের জন্য...
ক’দিন আগেই আমাদের মধ্যে পরিকল্পনা হয়ে গিয়েছে যে সদ্য কাটা ধানজমিতে প্রচুর বাবুই এসে পড়ে থাকা ধান খায়... তাই এবারের অভিযান বাবুই ধরার... আমরা যত পারি বাবুই পাখি ধরব আর তারপর সেগুলোকে এই ডেরায় এনে ফের ছেড়ে দেবে... তাহলে আমাদের এই ডেরা পাখিতে পাখিতে ভর্তি হয়ে যাবে... তখন আমরা যখনই এখানে এসে বসবো, তখন পাখিরা আমাদের এসে গান শোনাবে... এটা অবস্য আমারই মাথা থেকে বেরিয়েছে, জ্যেম্মার থেকে শোনা এক পরির গল্প শুনে মাথায় এসেছে ব্যাপারটা... আর আসা মাত্র সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটা সভা ডেকে ফেলা হয়েছিল ছয় জনের দলের... আর আমি যখন বলেছি, তখন তো আর কারুর দিক থেকে কোন বাধা আসতেই পারে না, তাই আলোচনা করে আমাদের পরবর্তী অভিযানের তারিখ, সময় নির্দিষ্ট করে ফেলেছিলাম সাথে সাথে...
“তোমরা কোই যাও গো?” আলের ওপর দিয়ে যেতে যেতে পেছন থেকে সবর মিঞার গলা শুনে থমকে দাঁড়িয়ে যায় দলটা... মনে মনে প্রমাদ গুনি আমি... সবর মিঞা আমাদের বাড়িতেই মালির কাজ করে... এর জেনে ফেলা মানে বাপির কানে কথা চলে যাবার সম্ভাবনা প্রবল... তাড়াতাড়ি মুখ চাওয়া চাওয়ি করে নিই আমরা... আমি তো মিথ্যা বলবো না... অথচ সত্যি কথাও সবর মিঞাকে বলা যাবে না... মাথা নিচু করে পায়ের নখ দিয়ে জমি আঁচড়াতে থাকি চুপ করে দাঁড়িয়ে... বাপি যদি জানতে পারে যে আমি এখন এই ভর দুপুরে পাখি ধরতে বেরিয়েছি, তাহলে আর রক্ষে থাকবে না... মা’কে বাগ মানিয়ে নেওয়া কোন ব্যাপার নয় আমার কাছে, কিন্তু বাপিকে যেমন ভালোবাসি, তেমনি জানি বাপি রেগে গেলে খুব খারাপ হবে, বাপি বকবে, এটা যেন ভাবতেই পারি না...
“না গো চাচা... মুরা কুথাক যাই না... হেই ওই খানে এমনি এমনি যাওন লগে বারাইছি...” তাড়াতাড়ি সাফাই দিয়ে ওঠে ফকির... আমি কিছু উত্তর দেওয়ার আগেই...
“হু...” মাথা দোলায় সবর মিঞা... এই দলটাকে সে নতুন দেখছে না... আমাদের প্রত্যেকের কার্যকলাপ সম্বন্ধ সম্পূর্ণ ওয়াকিবহাল যে সে, সেটা আমরাও ভালোই জানি, শুধু সে কেন, গ্রামের প্রত্যেকেই জানে আমাদের কর্মকান্ডগুলো, কিন্তু যেহেতু এদের দলের পান্ডা আমি, তাই কথা বাড়ায় না আর... শুধু মাথা নেড়ে বলে, “সাবধানে যাইও... নয়তো হকগোলে চিন্তায় থাকুম...”
সবর মিঞা নজরের আড়ালে যেতে আমি ফকিরের দিকে ফিরে বলে উঠি, “শুধু শুধু মিথ্যা কথা বলতে গেলি কেন?”
“মিথ্যা কোই কোইলুম? সুদু আসলটি জানালুমনি...ব্যাস!” হাত উল্টে বলে ওঠে ফকির...
ফকিরের কথায় দলের সকলে হেসে ওঠে... তাদের হাসির সাথে তাল মেলাই আমিও... তারপর তাড়া দিই, “চল চল... এবার পা চালা, নয়তো আর আমাদের কাজ শেষ হবে না...”
আমাদের সেই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা সকলে ব্যস্তমস্ত হয়ে পা চালাই দ্রুত গতিতে, আলের পথ ধরে এঁকে বেঁকে...
মাঠের শেষ প্রান্তে একটা বাঁশের ঝোপ... খবর আছে, এখানেই পাওয়া যাবে বাবুইয়ের বাসা, আর বাসা আছে মানে পাখিও আছে... খুব সন্তর্পনে এগোতে থাকি আমাদের দামাল কিশোরের দল... বাঁশের শুকনো কঞ্চির ডগায় ছড়ে যায় কচি আদুল গা, কিন্তু সে দিকে কারুর কোন ভ্রক্ষেপ থাকে না... আমরা জানি, এখানে যেমন বাবুইয়ের বাসা রয়েছে, ঠিক তেমনি কাকের বাসাও আছে, আর সেই বাসা পাহারা দেবার জন্য অনেক কাক আসে পাশেই বসে আছে, আমাদের দেখতে পেলেই কা কা করে আকাশ বাতাস ভরিয়ে তুলবে...
ভেঙে থাকা একটা বাঁশের খুঁটিতে হোঁচট খেয়ে পড়ে যায় আয়েশা... ছোট্ট পায়ে টাল সামলাতে না পেরে... আর সাথে সাথে সত্যিই চতুর্দিক থেকে কা কা রবে ডেকে ওঠে কাকের দল... মাথার ওপরে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করে ঠুকরে দিতে...
“তিতাস... আজ ছাড়ি দে কেনে... এই কাকের জ্বালায় আজকি আর বাবুই ধরা হবি নি মনি হচ্ছি রে...” আমার পাশ থেকে ফিসফিসিয়ে বলে ওঠে কাজল...
মুখ ফিরিয়ে তাকাই কাজলের দিকে, তারপর একবার সবার মুখের ওপরে চোখ বোলাই আমি... ঘাড় নেড়ে বলি... “না... আজকে যখন বলেছি পাখি ধরব, তখন ধরবই... খালি হাতে ফিরবো না কিছুতেই...”
আমার সায়ে মাথা দোলায় দলের বাকি সদস্যেরা... আমার মুখের ওপরে কথা বলবে, এমন সাহস এই দলে কারুর নেই... কাজলও আর কিছু বলে না... চুপ করে এগোতে থাকে আমার পাশে পাশে... আয়েশাও ততক্ষনে মাটি থেকে উঠে ঝেড়ে নিয়েছে ধুলো...
সামনেই একটা আম গাছের ওপরে একটা বাসা চোখে পড়ে ফকিরের... হাত তুলে দলকে থামায় ইশারায়... তারপর আঙুল তুলে দেখায় বাসার দিকে... সকলে দেখি, হ্যা, একটা বাসা বটে, পাখিরই হবে, কিন্তু সেটা কিসের, বোঝা যায় না ওই জায়গা থেকে... কিন্তু গাছে উঠবে কে? মুখ চাওয়া চাওয়ি করি আমরা... তারপর আমি মুখ কিছু না বলে আরো কয়েক কদম এগিয়ে যাই গাছের দিকে... ডালের ওপরে পা রেখে তরতর করে বেয়ে উঠে যাই একেবারে বাসার কাছে... সাথে সাথে চার ধার থেকে একদল কাক ছেঁকে ধরে আমাকে... চিৎকার করতে করতে ঠোকরাতে আসে তারা... আমি চোখ বন্ধ করে হাত বাড়িয়ে দিই বাসার মধ্যে... মুঠোর মধ্যে চলে আসে দুটো নরম শরীর... আলগা হাতের মুঠোয় সেই শরীরদুটোকে ধরে রেখেই নেমে আসি নীচে অপর হাত দিয়ে ডালপালা ধরে... তারপর ছুট ছুট ছুট... দুদ্দাড় করে দৌড়তে থাকি আমরা মাঠ ঘাট পেরিয়ে... একটা বিশাল অভিযানের সাফল্য সেরে...
নিজেদের ডেরায় পৌছে হাঁফাতে থাকে পুরো দলটা... গোল হয়ে বসার পর আমার হাতের থেকে মাটিতে নামিয়ে রাখি ছোট্ট শরীরদুটোকে... কিন্তু কোথাও বাবুই পাখি? শরীরগুলোতে তখনও পালক ঠিক মত না গজালেও, ঠোঁটের রঙ দেখে তাদের বুঝতে অসুবিধা হয় না যে আমরা আর কিছু না, কাকের বাচ্ছা নিয়ে চলে এসেছি...
আমি ছাড়া বাকি সকলে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না... হাসি পেলেও আমার মুখের ওপরে হাসার সাহস কারুর নেই... তাই মুখ তুলে তাকায় আমার দিকে...
“আমি কি করবো?” হাত উল্টাই আমি... “ওই বাসায় কাক থাকবে, সেটা কি আমি জানি নাকি?”
সাথে সাথে বাকিরাও মাথা নাড়ে... তাদের ভাব খানা এমন যেন, ঠিক ঠিক... তিতাস কি করে জানবে? তারা বাবুই ধরতে গিয়েছিল, তাই কাকের বাসাতেও তো বাবুই পাখিই থাকা উচিত ছিল, কাকের বাসায় কাকের বাচ্ছা, সেটা তো আর তিতাসের দোষ নয়...
আমি গম্ভীর হয়ে বলে ওঠি, “এই শোন... আমাদের এদেরকে আবার ছেড়ে দিয়ে আসতে হবে, ওখানেই... চল...”
“আবার যেতে হবে?” কাচুমাচু মুখ করে বলে ওঠে পারুল... “আবার গেলে কি আর কাক গুলো আমাদের ছেড়ে দেবে? এবারে ঠিক ঢুকরে দেবে মাথায়...”
“তাও, এদেরকে তো আর মায়ের থেকে আলাদা করা যায় না... তাই ঠোকরালেও আমাদের যেতেই হবে...” বলি আমিনিজের গাম্ভীর্য বজায় রেখে...
কি আর করে, অগত্যা ফের তারা আমার সাথে রওনা হয় সেই ঝোঁপের দিকে... ফিরিয়ে দিয়ে আসতে আমাদের ব্যর্থ অভিযানের ফসল কে...