12-05-2021, 01:59 PM
(01-05-2021, 04:50 PM)bourses Wrote: “আজকাল তো আমার কথা খেয়ালই থাকেনা… তাই না?” দরজা খুলে আমায় ঢোকার জন্য জায়গা করে দিয়ে সরে দাঁড়িয়ে চাপা স্বরে এক রাশ অনুযোগ ঝরে পড়ে পর্ণার গলার স্বরে… “খুব ব্যস্ত? তোমার ওই চন্দ্রকান্তাকে নিয়ে? আমাকে ভুলেই তো গেছো একেবারে…”
আসলেই ভুুুুলেই গিয়েছিলাম পর্ণার কথা। অনেকদিন পর পর্ণা আসলো।কিছু মনে করবেন না। শেষ আপডেট পড়া হয়নি এখনো তাই এই আপডেটের ই রিপ্লে দিলাম।
একটা কথা মনে হচ্ছে এখন, গল্পটা মনে হচ্ছে আরো অনেকদূর যাবে। কারণ চন্দ্রকান্তার এখনো দেখা পেলাম না।