11-05-2021, 12:59 PM
(31-03-2021, 04:59 PM)arn43 Wrote: গল্পটা পড়ার পর বেশ কিছুক্ষণ ভাবলাম গল্পে কোথাও কোনো খুঁত আছে কিনা। পেলাম না !! আমার মনে হয় এমন কেউ নেই, যে কিনা এই গল্পে কোনো খুঁত ধরতে পারবেন। বাস্তবতার চরম পারাকাষ্ঠা দেখিয়েছেন লেখক। অথচ ঘটনাগুলো এমন যা সচারচর নিয়মিত ঘটে এমনও না ! আর এটাই লেখকের মুন্সীয়ানা। ঘটনাগুলো যেনো চোখের সামনে ঘটে চলেছে অথচ এর মাঝে কোনো বাড়িবাড়ি নেই। কেউ বলতে পারবে না ঐ বিষয়টা বাদ পড়ে গেছে কিংবা অমুক ব্যাপারটা অতিরিক্ত বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য ছিলো একেবারে মানানসই। শেষের ঘটনাটা যে ঘটবে তা কিছুটা ধারনা করেছিলাম। তবে সেটাতে এরকম চমক যে থাকবে তা আশা করিনি। শেষ রাউন্ডে লেখক একেবারে ফাটিয়ে দিয়েছেন।
চমৎকার গল্পটার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ !
ধন্যবাদ।