08-04-2019, 12:34 AM
কিছুদিনের জন্য পিয়ালীর উষ্ণতা থেকে বিরতি নেবো। জানি অনেকে হয়তো মনঃক্ষুণ্ণ হবেন। কিন্তু আমি নিরূপায়। আসলে আমরা সবাই মিলে ভ্রমণে বেরিয়েছি। পারিবারিক ভ্রমণ আর কি। ১০-১২ দিনের ট্যুর। জানি এই ভ্রমণের মধ্যেই পিয়ালীর সঙ্গে আমার লীলাখেলা চলবে। কিন্তু সাবধানের মার নেই।
কেউ রাগারাগি করবেন না আমার ওপর। কয়েকটা দিন একটু ধৈর্য্য ধরুন।
কেউ রাগারাগি করবেন না আমার ওপর। কয়েকটা দিন একটু ধৈর্য্য ধরুন।