09-05-2021, 01:56 AM
(08-05-2021, 10:20 AM)Bumba_1 Wrote: তুমি ঠিক দিকেই এগোচ্ছে তবে ব্যাপারটা একটু অন্যরকম করে ভাবছি আমি।
শুধু একটা কথাই বলবো পরের এপিসোডে অ্যান্টেনা যদি সপ্তম লেভেলে না নিয়ে যেতে পারি তাহলে আমার নামটা পাল্টে দিও তোমরা।
আমি শুধু একটা সম্ভাবনার কথা তুলে ধরলাম. জানি তুমি তোমার মতো করেই লিখবে আর আশা করবো তুমি তোমার মতো করেই এগিয়ে যাবে. শুধু একটাই অনুরোধ, পরিস্থিতির চাহিদা অনুযায়ী বাস্তবসম্মত কারণে কোনো চরিত্রের সংযোজন হয় - শুধু সংখ্যার খাতিরে নয়. কেননা তাতে গল্পের রস কম হয়ে যেতে পারে. আর গল্পের রস আর মান কমে গেলে তখন খুব খারাপ লাগবে. ভালো লাগলো জেনে যে কোনো নতুন নারী চরিত্রের আগমনের ব্যাপারে কোথাও আমাদের চিন্তাধারায় সমন্বয় রয়েছে.
জানিনা, তুমি desicplz-এর "সুরাজ্পুরে শুরু" পড়েছিলে কিনা. ওনারই লেখা ছিলো "আমার দীপ্তি" যা অসম্পূর্ণ রয়ে গেছে. "সুরাজ্পুরে শুরু"-র প্লট দুর্ধর্ষ ছিলো, যদিও শেষটা একটু কেঁচিয়ে দিয়েছিলো, তবু বলবো আমার পড়া সবচেয়ে সেরা গল্প - অনেক মূলধারার গল্পকেও পেছনে ফেলে দেবে.