07-05-2021, 10:55 AM
(06-05-2021, 10:42 PM)Bumba_1 Wrote: ব্রা-এর concept টা বুঝলেন না তো পাঠক বন্ধুরা? আচ্ছা ঠিক আছে একটি খুব ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে বলছি..
একবার একজন অর্থনীতিবিদ দোকানে গেলেন তাঁর স্ত্রীর জন্য ভ্যালেন্টাইন ডের গিফট হিসেবে বক্ষবন্ধনী কিনতে। বক্ষবন্ধনী কিনতে যাওয়া পুরুষ নারী দুপক্ষের জন্যেই একটু অস্বস্তির ব্যাপার।
কাঁচু মাচু করে দোকানে গিয়েই সেলস গার্লকে তিনি জানিয়ে দিলেন যে তিনি একজন অর্থনীতিবিদ,এবং মেয়েদের বক্ষবন্ধনী সম্পর্কে তার কোন বিশদ ধারনা নেই।
ভাগ্যক্রমে সেলসগার্লটি ছিল শিক্ষিতা ও বেশ বুদ্ধিমতি,সে গ্রাহকের মন বুঝে কথা বলতে জানতো। স্মিত হেসে মেয়েটি জিজ্ঞাসা করল,"তা স্যার., আপনাকে ঠিক কোন ধরণের বক্ষবন্ধনী দেখাবো বলুন... পুঁজিবাদী বক্ষবন্ধনী, সমাজতান্ত্রিক বক্ষবন্ধনী, না গনতান্ত্রিক ব্যবস্থার বক্ষবন্ধনী?
বেশ আগ্রহ নিয়ে অর্থনীতিবিদ প্রশ্ন করলেন..,
"এগুলোর মধ্যে মৌলিক পার্থক্য কি?
সেলসগার্ল লেকচারের ভঙ্গিতে বলতে লাগলো:
১) পুঁজিবাদি' ব্যবস্থা : বড় একটা অংশকে চিড়ে চ্যাপ্টা করে অল্প অংশকে সুউচ্চে তুলে ধরে।
২) 'সমাজতান্ত্রিক' ব্যবস্থা: বেশির ভাগ অংশকে উপরে টেনে তোলার চেষ্টা করে।
৩) 'গনতান্ত্রিক' ব্যবস্থা :আভ্যন্তরীন রুগ্ন জীর্ণ দশাকে লুকিয়ে, সবার কাছে বিশাল আকৃতির স্বপ্নের ধুম্রজাল সৃষ্টি করে।
শুনে অর্থনীতিবিদ মেয়েটিকে বললেন,তোমাকে গুরু মানছি।এতদিন পড়াশোনা করে যা শিখলাম, তা এক কথায় এত সহজ ভাষায় বুঝিয়ে বলেছ, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো চিরকাল।
Ei jaygata chorom....haste haste gorie gachi
ROFL