29-04-2021, 06:51 PM
(29-04-2021, 06:36 PM)a-man Wrote: যার যেটা ভালো লাগবে সে সেইটাই পড়বে এতে আশ্চর্যের বা খারাপ লাগার কিছু নেই. তবে বাবান দা আপনার নিকট হতে এমন মূলধারার গল্প উপন্যাস আরো প্রত্যাশা করি এবং আপনি হয়তোবা দেখেছেন যে ইরোটিকতার বাইরেও আপনার মূল ধারার গল্প উপন্যাসগুলো যথেষ্টই পাঠক সমাদৃত হয়েছে.
অবশ্যই যার যেটা ভালো লাগবে সে সেটাই পড়বে. আর আমি ভিউ বৃদ্ধি র কথা ওই হিসেবে বলিনি. আমি বলতে চেয়েছি পাঠক আজও এই ধরণের সাইটকে সেক্স গল্পের সাইট হিসেবেই দেখে. হ্যা... একটা সময় যখন আমি শুধু পাঠক ছিলাম তখন আমিও এখানে আসতাম শুধুই এরটিক গল্প পড়তে. তারপরে পিনুরাম নামক জাদুকরের সাথে পরিচয় হলো তার লেখার মাধ্যমে. অবাক হয়েছিলাম এটা দেখে এই ধরণের সাইট-এ এই ধরণের অসাধারণ লেখা! সেদিন থেকে আমার চোখে এই ধরণের সাইট গুলির মানে বদলে গেছিলো.
হয়তো সেই দৃষ্টিভঙ্গি অনেকের আজও বদলায়নি. অ্যাডাল্ট গল্প অবশ্যই পড়ুক সবাই. কিন্তু তার পাশাপাশি মন ভালো করা এই সুন্দর গল্প গুলির যোগ্য মর্যাদাও প্রাপ্য তাইনা? সেগুলোর পাঠক সংখ্যাও অনেক বৃদ্ধি পাক সেটাই বলতে চেয়েছি. বাকি আমার যাত্রাও তো এই অ্যাডাল্ট গল্প দিয়েই শুরু
আর হ্যা... ধন্যবাদ. সত্যিই আমার খুব ভালো লেগেছে এটা দেখে আমার প্রচেষ্টা গুলি অনেকেরই ভালো লেগেছে. চেষ্টা করি কিছু মনের কথা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসতে. একটা সময় বড়ো গল্প লিখেছি. তোমাতে আমাতে দেখা হয়েছিলো. আপনাদের পছন্দ হয়েছিল. কিন্তু সবসময় বড়ো গল্পের আইডিয়া আসেনা... বা আসলেও অনেক সময় এগিয়ে যাবার পথে নানারকম বাঁধা আসে. এটা লেখক লেখিকারা বুঝবেন নিশ্চই. তাই ছোট গল্প দিয়েই আপনাদের বিনোদনের যোগাই. ভালো কিছু মাথায় এলে আবার লিখবো