29-04-2021, 05:11 PM
(29-04-2021, 04:50 PM)Baban Wrote: একটা সময় যখন প্রথম লেখা শুরু করি তখন ঐগুলোর ইচ্ছা আমারও ছিল. Like, repu, 5star..... তারপরে সময় অতিক্রমের সাথে সেইসব ইচ্ছে ছলে গেছে. শুধু রয়েগেছে ভালো গল্প তোমাদের সামনে নিয়ে আসা. তা সে এরটিক হোক বা নন-এরটিক.
তুমি না হয় খোলা মনে কোনো আশা না করে পোস্ট করো... খুব ভালো কথা. কিন্তু আমার খারাপ লাগাটা তোমার, আমার ও বাকি সবাই যারা নন- এরটিক লেখে তাদের জন্য.
আমি জানি.... যদি এখনই আমি একটা পানু গল্প লিখতে শুরু করি... সেই পুরোনো 'বাবান স্টাইল ' তাহলে ভালোই ভিউ পাবো. আবার যদি একটা- বন্ধু, অচেনা অতিথি, আমার একলা আকাশ এর মতো গপ্পো লিখি তাহলে অবশ্যই তোমার মতো বেশ কিছু বন্ধুকে পাশে পাবো কিন্তু তার সংখ্যা ওই পানু গল্পের মতো হবেনা.
এই চাহিদা কোনো লোভ না যে আমার গল্পের ভিউ এতো হতেই হবে, এই চাহিদা পাঠকদের মতামতের. আমার গল্প তাদের কতটা ভালো লাগলো সেটা জানার. আমি সেই হিসেবে ভিউ এর কথা বলেছি. আমার মতো বাকি লেখকরাও আজকের দিনে সেটাই চায়.
যাইহোক...... অন্যের তো অনেক হলো.. এবারে নিজেরও একটা হয়ে যাক নাকি? মাথায় কোনো ছোট গল্প বা মনে কোনো কথা থাকলে গল্পের আকারে আমাদের সামনে নিয়ে এসো.❤
এইখানে রাগ গোস্বার কিছু নাই ভাইয়া । যেটা নিয়ে আপনার খারাপ লেগেছে সেটা নিয়ে আমারও খারাপ লেগেছিলো । কিন্তু আমি অনেক ভেবে দেখছি , খারপ লাগার কিছুই নেই যার যেমন পছন্দ সে তেমন পড়বে , আর যেহেতু মুলত এটা একটা চটি ফোরাম বেশিরভাগ পাঠক এখানে একটু খেঁচে শান্তি নেয়ার জন্য আসে । তাই যারা একটু অন্য রকম লিখতে চাই তাদের সেটা নিজ দায়িত্বে লিখতে হবে । যাদের ভালো লাগবে তাঁরা পড়বে যাদের লাগবে না তাঁরা পড়বে না ।
তবে মনে দুঃখ কষ্ট থাকা ভালো নইলে যে মন ফাঁকা হয়ে যাবে , আর ফাঁকা মন আর করোনা দুটোই ঘাতক জিনিস ।