26-04-2021, 03:11 PM
(26-04-2021, 10:35 AM)Nilpori Wrote: আপনি মশাই কি বলুন তো?
প্রথমে ইতিহাসের ব্যাপ্তিতে স্মৃতি মেদুরতা পেড়িয়ে আধুনিকতার বর্তমানে ডাঃ চন্দ্রকান্তা র ওই রকম দৃঢ় শারিরীক মানসিক উপস্থাপনা, আর তার পড়ে প্রেমের ঢেউ এ অলীভিয়ার ভেসে যাওয়া, অসম্ভব উষ্ণ যৌনতা।
এর পর ই শহরের কৃত্তিমতা ছেড়ে গ্রামের সবুজ সজীবতা। আর তাই তার যৌনতা ও সমান সবুজ ও সজীব। গ্রামের লিখিত দৃশ্যায়নে মুহ্যমান হয়ে চূড়ান্ত এক উদার ভালবাসা তে উপনীত করলেন।
আপনি মশাই দিন দিন হুডিনি হয়ে যাচ্ছেন।
আমি কি? আরে বাবা... আমি কিছুই না... আমি শুধু মাত্র কথক... এক রাজকুমারীর মুখ থেকে গল্প শুনে সেটায় নিজের কল্পনায় প্রলেপ লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি... ব্যস... ওই টুকুই... তার থেকে এতটুকুও বেশি কিছু নয়... একদম সত্যি কথা এটা... আমি যা যা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, সব ওই, চন্দ্রকান্তার বলে যাওয়া কিছু তথ্য অনুসারে... আরে সে তো আজ সকালে আমায় প্রায় ধমকেই দিল... অনেক মা'কে নিয়ে লেখা লিখি হয়েছে... এতদিন নামি আমি টিন্টো ব্রাসএর মুভী দেখাচ্ছিলাম, এবার পাঠকদের সামনে ইন্ডিয়ানা জোন্স নিয়ে আসতে হবে... এই সব শুনে আমারই কেমন হাত পা ঠান্ড হয়ে যাচ্ছে... কি চাইছে কে জানে মেয়েটা... তবে একটা কথা চুপি চুপি বলে রাখি আপনাদের... এটা আবার বাইরে কোথায় বলে ফেলবেন না প্লিজ... বিশেষ করে চন্দ্রকান্তার কানে গেলে আর রক্ষে নেই... সেটা হলো, ও আমায় বেশ অনেকগুলোও ডায়রি দিয়েছে, মানে ও লিখে রাখতো নাকি, সেটা পড়ে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য... এতে আমার বেশ সুবিধাই হলো... অন্তত আমার মাথা একটু কম খাটালেই চলবে... হা হা হা... তবে ওই, যেটা বললাম, পাঁচ কান করবেন না একদম...