26-04-2021, 03:08 PM
(24-04-2021, 05:30 PM)Tiyasha Sen Wrote: "ভোটের বাজারে আবারও বোমাবর্ষণ করলেন পানুৎসায়ন!!!"
এটাই হবে ইরোটিক খবরকাগজের হেডলাইন!!
বিপ্র আর অনিন্দিতার কামকেলী শুধু আকর্ষণীয় ছিল তা নয় ওদের কথাবার্তা,
মনন সব কিছুই ভীষণ ভাবে আকর্ষণীয়। বিশেষত কনক চরিত্রটি এত মন
কেড়েছে কি বলবো! এত সুন্দর মন তার! এতদিন অনিন্দিতার ভক্ত ছিলাম এই পর্বের
পর কনক ও আমার প্রিয় হয়ে উঠলো!
বিশ্বাস কর... আমি গত পরশু আর গতকাল, পুরো খবরের কাগজটা খুলে প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি উল্টে পালটে দেখেছি, কিন্তু কোথাও এমন খবর বেরোয় নি... তবে চুপি চুপি বলি, এই যে বেরোয় নি, এটাতে আমি কিন্তু যারপর্নাই খুশিই হয়েছি... অন্তত তোমার বৌদির চোখে পড়ার কোন চান্স ছিল না তাতে... না হলে যদি জানতে পারতো... ওরে বাবা... ভেবেই এখনই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে...
ব্যস... এইটাই শৌমেনকে বলছিলাম... তোমরা যদি এই ভাবে আবার কণকেও মজে যাও, তাহলে আমি কোথাই যাই! তার থেকে বরং একবার পর্ণার সাথে আলোচনা করে নিই... ও কি বলে... মাঝে মধ্যে দেখেছি, ওর সাথে এই সব চরিত্রগুলো নিয়ে আলোচনা করলে বেশ নতুন নতুন আইডিয়া দেয় সে... তবে আইডিয়ার বদলে ওকেও কিছু দিতে হয় আমায়... কি, সেটা এখানে সবার সামনে নাই বা বললাম... উমমমম...
