26-04-2021, 12:27 PM
(26-04-2021, 12:06 PM)Baban Wrote: একজন লেখক হিসেবে বুঝি আমি তোমার ব্যাপারটা. নিজের কাজ থেকে সময় বার করে, ব্যাক্তিগত জীবন সামলে শুধু পাঠকদের বিনোদনের জন্য আমরা সময় বার করে গল্প লিখি, তাতেও যদি এরকম কিছু শুনতে হয় তাহলে মাথা গরম হবেই. আগেই বলেছিলাম কিছু গল্পে এমন ব্যাপার থাকে যে পাঠক খুব দ্রুত জড়িয়ে পড়ে গল্পের সাথে. অনেকদিন পর একটা এমন গল্প এলো এখানে যেটা এতো দ্রুত এতো ভিউ ক্রস করেছে. কারণ গল্পে একটা ব্যাপার আছে তবেই না লোকে পড়ছে.
সেক্স কি, কিভাবে করে সেসব সবাই জানে. তাই আমাদের অর্থাৎ লেখকদের আসল চ্যালেঞ্জ হলো এই জানা ব্যাপারটাই কিভাবে আরও উত্তেজক ও রোমাঞ্চকর ভাবে পাঠকদের সামনে নিয়ে আসা যায়. আর এই সবার মাঝে যদি কোনো একটা সিন্ থেকে অনুপ্রাণিত হয়ে তুমি নিজের মতো করে পাল্টে সেটা নিজের গপ্পে ব্যবহার করো এতে ভুল নেই. মূল গল্পটাতো আর ঝাপা নয়. সেটা তো তোমারই সৃষ্টি. তাই তুমি লিখতে থাকো.
একজন পাঠক ও লেখক দুই হিসেবেই আমি বলছি এই গল্প আলাদাই স্থান অর্জন করতে চলেছে. তাই চালিয়ে যাও. আমাদের সামনে আরও ভয়ানক কামুক পর্ব নিয়ে আসো. ❤
হ্যাঁ, ঠিক কথা বলেছো। আসলে খারাপ লাগলো তাই রিয়্যাক্ট করে ফেলেছি।
ঠিকই তো, চিনি না জানি না এরকম একজন ব্যক্তির উপর রাগ করে নিজের লেখা বন্ধ করাটা বোকামি হবে।
ঠিক আছে দাদা এর পরের আপডেটে দেখাচ্ছি মৌলিক লেখা কাকে বলে .. তার সঙ্গে সঙ্গে উত্তেজনার definition টাই পাল্টে দেবো।