25-04-2021, 12:31 PM
(25-04-2021, 01:22 AM)ray.rowdy Wrote:একদম ঠিক দাদা। সেক্সের চেয়ে গল্পের কাহিনীকে বেশি প্রাধান্য দেয়া উচিত। আমাদের দাদা সেই কাজটিই করছেন। আজ রাতের আপডেটের অপেক্ষায় Nilavori দা।তুমি যে ধীরগতিতে কিন্তু সুন্দরভাবে ভিত তৈরী করছো, তা এই গল্পটিকে এতো সুখপাঠ্য করে তুলেছে. যৌনক্রিয়া পরিস্থিতির দাবী মেনে আসবে - বাস্তবসম্মত কারণে, সেটাই কাম্য. এখানে বেশীরভাগ গল্পে দু প্যারা যেতে না যেতেই "ধর তক্তা মার পেরেক" শুরু হয়ে যায়. স্রোতে গা না ভাসিয়ে তুমি যে দর্শন নিয়ে এগিয়ে চলেছো, তা যদি শেষ পর্যন্ত বজায় রাখতে পারো, তবে অবশ্যই এখানে লেখা সেরা গল্পগুলির একটি হয়ে উঠবে. শুধু একটাই অনুরোধ, গল্পটিকে মাঝপথে ছেড় না, শেষ করো. শুভেচ্ছা রইল।