25-04-2021, 09:57 AM
(25-04-2021, 01:22 AM)ray.rowdy Wrote:তুমি যে ধীরগতিতে কিন্তু সুন্দরভাবে ভিত তৈরী করছো, তা এই গল্পটিকে এতো সুখপাঠ্য করে তুলেছে. যৌনক্রিয়া পরিস্থিতির দাবী মেনে আসবে - বাস্তবসম্মত কারণে, সেটাই কাম্য. এখানে বেশীরভাগ গল্পে দু প্যারা যেতে না যেতেই "ধর তক্তা মার পেরেক" শুরু হয়ে যায়. স্রোতে গা না ভাসিয়ে তুমি যে দর্শন নিয়ে এগিয়ে চলেছো, তা যদি শেষ পর্যন্ত বজায় রাখতে পারো, তবে অবশ্যই এখানে লেখা সেরা গল্পগুলির একটি হয়ে উঠবে. শুধু একটাই অনুরোধ, গল্পটিকে মাঝপথে ছেড় না, শেষ করো. শুভেচ্ছা রইলো.
চেষ্টা করবো গল্পটির মধ্যে শেষপর্যন্ত আমার মতো করে বাস্তব রূপ ফুটিয়ে তোলার আর খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে পালানোর মতো লোক আমি নই .... ব্যক্তিগত কোনো অসুবিধা হলে সেটা আলাদা কথা।
ধন্যবাদ