25-04-2021, 01:22 AM
(24-04-2021, 10:23 AM)Nalivori Wrote:আসলে এই সাইটে যখন গল্প লিখছি তার মধ্যে অসংখ্য যৌন দৃশ্য থাকবে এটাই স্বাভাবিক ... কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটি ঘটনা যেনো আমার মতো করে বাস্তবসম্মত করে তুলতে পারি। যেনো পাঠকদের কখনো এটা মনে না হয় যে পারছে যখন তখন যার তার ঘাড়ে উঠে পরছে।
এরপর ভগবানের ইচ্ছে আর তোমাদের ভালোবাসা পেলে গল্প এগিয়ে চলবে।
তোমরা যারা শুরু থেকে এই গল্পের সঙ্গে আছো, এই গল্পের পাশে আছো এবং শুধুমাত্র রগরগে যৌন দৃশ্যের দাবি না রেখে এই গল্পের ঘটনাবলীর অভ্যন্তরে ঢুকে analysis করছো, নিজেদের অভিব্যক্তি জানাচ্ছো .. তাদের আরেকবার জানাই অসংখ্য ধন্যবাদ।
তুমি যে ধীরগতিতে কিন্তু সুন্দরভাবে ভিত তৈরী করছো, তা এই গল্পটিকে এতো সুখপাঠ্য করে তুলেছে. যৌনক্রিয়া পরিস্থিতির দাবী মেনে আসবে - বাস্তবসম্মত কারণে, সেটাই কাম্য. এখানে বেশীরভাগ গল্পে দু প্যারা যেতে না যেতেই "ধর তক্তা মার পেরেক" শুরু হয়ে যায়. স্রোতে গা না ভাসিয়ে তুমি যে দর্শন নিয়ে এগিয়ে চলেছো, তা যদি শেষ পর্যন্ত বজায় রাখতে পারো, তবে অবশ্যই এখানে লেখা সেরা গল্পগুলির একটি হয়ে উঠবে. শুধু একটাই অনুরোধ, গল্পটিকে মাঝপথে ছেড় না, শেষ করো. শুভেচ্ছা রইলো.