22-04-2021, 05:32 PM
(This post was last modified: 22-04-2021, 05:33 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-04-2021, 05:01 PM)sairaali111 Wrote:এই '' চক্র '' - শব্দটি একটি বিবিধার্থক , ব্যাপকার্থক আর ভিন্নাতিভিন্ন-ভাবনাদর্শণার্থক ব্যঞ্জনা বহন করে আনে । - সাধারণার্থে এটি হলো - '' চাকা '' - হুইল । যা' নিরন্তর পরিবর্তিত হয় - '' চক্রবৎ পরিবর্তন্তে...'' - আর, কে না জানে , পরিবর্তন-ই তো জীবনধর্ম । আপনি যে জনাব পারহেজগার হয়ে সে-ই ধর্ম-ই পালন করে চলেছেন কোনই সংশয় নেই তাতে । আর, সেই ধর্মের ''ব্যূহে'' প'ড়ে আমাদের অবস্থাও সপ্তরথীপরিবৃত চক্রধৃত অভিমন্যুর মতোই । - ভরসা কেবল একটিই - 'মহাস্ত্র'খানি ( পড়ুন কী-বোর্ড ) রয়েছে ''মহা-রথী''-র হাতেই । - সালাম ।
বরাবরের মতো এবারেও আপনার বিশ্লেষণ অব্যর্থ। তাই আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো কিছু লেখার ধৃষ্টতা দেখালাম না।
শুধু এটুকুই প্রার্থনা .. ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বলাই বাহুল্য লিখতে থাকুন।