21-04-2021, 01:10 PM
"পৃথিবী হয়তো বেঁচে আছে,
পৃথিবী হয়তো গেছে মরে।
আমাদের কথা কে-বা জানে,
আমরা ফিরেছি দোরে দোরে ।
কিছুই কোথাও যদি নেই,
তবু তো কজন আছি বাকি।
আয় আরো হাতে হাত রেখে,
আয় আরো বেঁধে বেঁধে থাকি।"
বিদায় শঙ্খ ঘোষ