20-04-2021, 07:46 PM
(20-04-2021, 05:32 PM)sudipto-ray Wrote: আপনার প্রশংসা করব, নাকি মাথায় তুলে নাচব বুঝতে পারছি না। এরকম ধীরস্থির লেখা খুব কম লেখকই লিখতে পারে। তবুও দাদা পাঠক মন, বোঝেনই তো, তাই আপনার কাছে কয়েকটি অনুরোধ রাখব। এগুলো গল্পের মৌলিকতা বজায় রাখতে সাহায্য করবে।
১. আমাদের গল্পের নায়িকা শ্রীতমাকে এই ষড়যন্ত্রের কাছে সহজে হেরে যেতে দেবেন না। হারলেও সে যেন লড়াই করে হারে।
২. শ্রীতমা যৌনতা ও সেক্স সম্বন্ধনীয় যা যা করবে তা পরিস্থিতির চাপে পড়ে এবং স্বামী ও সন্তানের মুখের দিকে তাকিয়ে করবে। এসব করার সময়, কিংবা আগে ও পরে ওর মনে সবসময় একটা পাপবোধ, দ্বিধা, লজ্জা ও অনুশোচনাবোধ কাজ করবে। এগুলো মিলিয়ে যেতে দেবেন না। আর এটাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকদের আকর্ষণ বজায় রাখবে।
৩. শ্রীতমা নিজের ইচ্ছায় কখনই নিজের শরীরকে বিলিয়ে দেবে না। কারণ শ্রীতমা একজন সতী নারী। শ্রীতমার শরীরকে বশে আনা গেলেও ওর মনকে সহজে বশে আনা যাবে না।
৪. এই চক্রবূহ্য থেকে বের হওয়ার পথটাও শ্রীতমার জন্য খোলা রাখবেন, যদিও সেটা সম্ভব কিনা জানি না।
৫. যৌনতা যেন গল্পের কাহিনীকে ছাপিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
আপনার গল্পের প্লট ভালো বলেই এই পরামর্শ গুলো দিলাম।
আমি মনে করি এই পয়েন্ট গুলো আপনার গল্পকে আরও সমৃদ্ধ করবে। বাকিটা আপনার উপরই ছেড়ে দিলাম। আপনি যেটা ভাল বুঝবেন সেটাই করবেন।
আমার গল্পের নায়িকা শ্রীতমা শুধু সুন্দরী এবং আকর্ষনীয়া নয়, তার সঙ্গে একজন ব্যক্তিত্বসম্পন্না মহিলা। সে অবশ্যই তার মান-সম্ভ্রম রক্ষা করার চেষ্টা শেষ পর্যন্ত করবে।
আপনার উল্লেখিত পাঁচটি পয়েন্ট অবশ্যই মাথায় রাখবো। দেখা যাক কি লেখা আছে তার কপালে .. সঙ্গে থাকুন .. পড়তে থাকুন ..


![[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]](https://i.ibb.co/V2jFPGW/Animation-resize-gif-f3b601eb23d95beeb4e04c001a911ac0.gif)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)