20-04-2021, 12:32 PM
(19-04-2021, 10:51 AM)sairaali111 Wrote:ভীষণ অন্যায়-ই শুধু নয় । অ-নৈতিক এবং অ-গণতান্ত্রিক-ও । এ তো রীতিমত আক্রমণ - প্রাইভেসি ( নাকি প্রিভেসী ?)-র উপর । - বোঝা গেল না - তাই না ? - বেশ , বলছি । - ওই রকম পরের পর কিস্তি প'ড়ে কে এমন আছে যে রিপ্লাই লিখতে বসবে - কী-বোর্ড বা কাগজ-কলম - হাত তো আবশ্যিক - নাকি ? - তো, সে হাতের ব্যস্ততা একটুও মাথায় না রেখে আপনি জনাব 'রিপ্লাই' চাইছেন - এ কি ''আক্রমণ'' নয় ? - সালাম ।
এই রে... এই ভোটের বাজারে এই সব বললে আবার নির্বাচন কমিশনের রোশানলে পড়তে হবে... ওই যে... ওই সব... অ-নইতিক, তারপর অ-গণতান্ত্রিক... এই সব বলবেন না প্লিজ... এখন কেস খেলে আর দেখতে হবে না... সোজা চালান করে দেবে... তখন আমায় চন্দ্রকান্তাও বাঁচাতে পারবে না... আমি বাবা আমার কথা ফিরিয়ে নিচ্ছি... ব্যস... আর কিছু কোথাও কোন চাহিদা টাহিদা রইল না... আসুন, বসুন, পড়ুন, আর কেটে পড়ুন... ব্যস... এতেই খুশি আমি...