20-04-2021, 12:26 PM
(18-04-2021, 01:04 PM)sringgarok Wrote: সাইটটা বেশ আগে একবার দেখেছিলাম। এক্সবি হারিয়ে যাবার পরে ব্যাঙের ছাতার মত অনেক ফোরাম গজিয়েছে। আলাদা করে এটাকে গুরুত্ব দিইনি। এক্সবি/xossip-এর সেই পুরোনো মানুষগুলো কোনো এডাল্ট ফোরামে নেই। Those days are gone - মনে করেও মাঝে মাঝে xossip লিখে সার্চ দিয়ে দেখি। আজকে কিভাবে যেন এটাতে আবার ঢুকলাম। আর ঢুকেই একজন বিশিষ্ট পুরোনোপাপীকে নতুন কিছু সৃষ্টি করতে দেখে চমকে উঠলাম। এরকম কিছু ভাবিনি আবার দেখতে পাবো। বহুদিন বাদে হোয়াট আ গ্রেট সারপ্রাইজ। নিবন্ধন করে ফেললাম।
একটু ঘুরেফিরে পিনুদা, স্বৈরিণী, ডেইলি প্যাসেঞ্জার, ভারতের দাদাসহ চিরচেনা অল্পকিছু পুরোনো নামও দেখতে পেলাম। তার মানে একেবারে সবকিছু হারিয়ে যায়নি। খুব ভাল লাগল।
উফফফফফ... এই তো সেই জন... সেই প্রফাইল পিকচার... আহা... কত যুগ পরে যেন দেখা পেলাম... কি ভালো যে লাগছে না... ওয়েলকাম দাদা ওয়েলকাম... আমাদের আড্ডায় আপনাকে স্বাগত...