19-04-2021, 02:29 PM
(19-04-2021, 12:38 PM)Baban Wrote: হ্যা... বেচারা কাজ করতে এসেছিলো কিন্তু জানতোনা কি অপেক্ষা করছে তার জন্য. শয়তান ও ভয়ানক দুজন লোভী মানুষের নজর পড়েছে ওনার স্ত্রীয়ের ওপর. তার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে. সোমা নামক শয়তান মহিলার আবির্ভাব হয়ে গেছে. আর তারও কু নজর পড়েছে বুকানের মায়ের ওপর. প্রথম দিনই যা করে ফেলছিলো উফফফফফ. তবে এখনো অনেকদিন আছে. যা হতে চলেছে তা ভয়ঙ্কর!!
আমার তো মনে হয় শুধু অরুন বাবু কেন? বুকান সোনারও দুঃখের দিন শুরু হতে চলেছে!!
আমার মনে হয় অরুণবাবু খুব তাড়াতাড়ি হয়তো নিজের পত্নীপ্রেম থেকে বঞ্চিত হতে পারে। কারণ আশেপাশে যা দেখা যাচ্ছে তাতে ইন্ধন দেওয়ার লোকের কোনো অভাব নেই।
আর বুকানের ব্যাপারটা হলো ওকে এখনো পর্যন্ত মোটামুটি সবাই ভালবাসে এবং শেষ পর্যন্ত বুকানের প্রতি তার মায়ের মাতৃস্নেহটা রাখতে চাইছি।
বাকিটা তোমাদের ভালোবাসা আর ভগবানের ইচ্ছা।