19-04-2021, 01:42 PM
(19-04-2021, 01:17 PM)Baban Wrote: পাখি যেমন আকাশের, গান যেমন সকলের তেমনি গল্পও সকলের. হ্যা হয়তো ভাষা আলাদা কিন্তু ভেতরের কথা গুলো সবার জন্য. তাই এই গল্পও সবার জন্য. আমি এমন অনেক মানুষ দেখেছি যারা খাবার জলে ফেলে দেবে কিন্তু ওই ক্ষুদার্থ প্রাণীদের একটুও দেবেনা. আবার এমন মানুষও দেখেছি যারা দূর থেকে এসে নিজে ডেকে ডেকে এদের খাইয়ে যায়. এবারে দু পক্ষই মানুষ নামে পরিচিত. কিন্তু মান আর হুশ কার আছে সেটা নিজেরাই বিচার করুন.
আর দ্বিতীয়ত আমাদের বড়ো একটা দোষ আমরা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অভিনয় থেকে তাদের বিচার করি. মানুষটা কেমন তা নিয়ে কতটা ভাবি? যে কার সাথে ঘুরছে, কার সাথে প্রেম করছে, কার সাথে শুচ্ছে এসব জানার কথা বলছিনা... সে সত্যি কেমন তার কথা বলছি. শ্রীলেখা ম্যাডাম কে দেখলে অনেকে ইয়ার্কি মারে, আবার তার পুরাতন কাজ দেখে তাকে অশ্লীল ভাবেও দেখে কিন্তু আসল শ্রীলেখা কেমন? তার একটা রূপ ওই ভিডিওতে দেখতে পাবো আমরা. নিজে ওই কুকুর গুলোকে খাইয়ে দিচ্ছে আর যারা ভদ্রলোক তারা....... না থাক.. কিছু বলবোনা. এই ঘটনা বোধহয় সব জায়গার..... এপার ওপার সব্বার.
no comments......