18-04-2021, 07:16 AM
(This post was last modified: 18-04-2021, 07:17 AM by Jholokbd1999. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-02-2021, 09:41 PM)gang_bang Wrote: গল্পটায় অনেক প্যাঁচ আনা হয়েছে একে থ্রিলার বানানোর চেষ্টা করার জন্য । কিন্তু শেষ পড়ে মজা পেলাম না , গল্পের কিছু জায়গা বেশ ছেলেমানুষিতে ভরা বিশেষ করে জয়তুন কে ইন্টারোগেশন করার জায়গাটা । এ ওর সাথে বেইমানী করছে এ ওকে ফাসিয়ে দিচ্ছে এসব করলেই কি থ্রিলার হয় ? যাক এটা সুধু আমার মতামত গল্পটা শেষ হয়েছে এটাই ভালো দিক , আজকাল তো কমপ্লিট গল্প পায়াই যায় না ।
আমিও একমত, এই গল্প টাকে টেনে থ্রিলার এ রুপান্তর করার চেষ্টা করা হয়েছে। প্রথম কয়েক আপডেটে থ্রিলারের ছাপ কিছুটা পাওয়া যায় তাছাড়া পুরো গল্পটাকে আসলে বিবেচ্য করলে থ্রিলার গল্পের স্বাদ টা পাওয়া যায়না। অনেকেই বলতে পারে চটি সাইটে চটি পড় থ্রিলার ফিয়ে কি হিবে? ভাই অনেক লেখক আছেন যারা অসাধারণ গল্প লিখছে এই ফোরামেই। তো সেগুলো পড়ার পর এই রকম গল্প গুলোকে গল্প হিসেবে নিতে কষ্ট হয়।
এবার আসি লেখকের কথায়- নেগেটিভ ক্রিটিকস দিচ্ছি, কিন্তু বলবো যথেষ্ট চেষ্টা করেছিলেন, কয়েক যায়গায় স্বার্থকভাবেই পেরেছেন। কিন্তু গল্প টা এককভাবে ধরে রাখতে পারেন নি। ফসকে গেছেন।
চেষ্টা করুন, দেখবেন আরো ভালো গল্প উপহার দিতে পারবেন, যার পাঠক প্রিতী অনেক অনেক বেশি থাকবে।
শুভকামনা রইলো