17-04-2021, 05:26 PM
আচ্ছা... আমায় একটা কথা বলো তো দাদা... জীবন মানে কি? শুধুই বাস্তবতার কিছু শুষ্ক মুহুর্ত? ব্যস? তাহলে কেনা আমরা স্বপ্ন দেখি? কেন দুঃসময়ের মধ্যেও কল্পনা করি কিছু সুখের মুহুর্তের? এখানেই... এখানেই আসে গল্প... যা প্রকৃত বাস্তবের মাটিতে দাঁড়িয়েই কল্পকথার মিশেলে একটি অনাবিল সুখের মুহুর্ত তৈরী করে... কল্পনা তো সেটাই, যেখানে কোন কষ্ট নেই, দুঃখ নেই... শুধু নিজের মত করে আনন্দটা খুঁজে নেওয়া... এই আমরা, লেখকেরা, আর কিই বা দিতে পারি? ওই যে, পিনু বলেছিল না! আমরা হলাম স্বপ্নের ফেরিওয়ালা... হরেক কিসিমের স্বপ্ন আমাদের ঝুলিতে থাকে, যার যেমনটা ভালো লাগে, তারা সেটাই তাদের ছোট্ট মন্তব্য রেখে কিনে নিয়ে যায়... অনেক সময় যে সবার থেকেই দাম পাই, তা হয়তো নয় ঠিকই... কারন আমাদের ঝুলিতে তো তালা নেই, তাই বেশির ভাগ সময়ই সে ঝুলি থেকে স্বপ্ন চুরি হয়ে যায়... তা যাক না... সেই চুরি করা স্বপ্ন দেখেই যদি একটা মানুষ নিজের মনের মধ্যে কিছুটা খুশি, কিছুটা আনন্দ এই রূঢ় বাস্তব জীবনের ফাঁকে মেখে নিতে পারে, তাই বা কম কিসের? বাস্তবিক জীবনের টার্নেই তো চলেছি সারাটা দিনই... তার ফাঁকেই থাকুক না একটু অন্য রকম কল্পকথা...