Thread Rating:
  • 7 Vote(s) - 3.14 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
নিষিদ্ধ দ্বীপ by fer.prog
#11
পরের বেশ কিছুদিন ওদের প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে কেটে গেলো। বাকের এমনিতেই বেশ পরিশ্রমী মানুষ ছিলো, আর এখন এই প্রতিকুল পরিবেশে ওকে পরিশ্রমের মাত্রা আরও বাড়িয়ে দিতে হলো। নিজে যেন এক ৩০ বছরের যুবক এইভাবে সে ওদের নিজেদের জন্যে মাটির একটু উপরে কাঠ আর বাঁশ দিয়ে একটা মাচার মত ঘর আর উপরে একটা ছাউনি বানিয়ে ফেললো। মাচার সামনেই একটু নিচে আরও একটা ছোট মাচা বানাল যেন ওখানে আহসান শুতে পারে। আহসানের জন্যে শোবারর ব্যবস্থা একটু দূরে করতে চেয়েছিলো বাকের কিন্তু অজানা নির্জন দ্বীপে ছেলেকে কাছছাড়া করতে চাইলো না সাবিহা। ওদের দুজনের একমাত্র অবলম্বন যে এখন এই ছেলে, ওদের সমস্ত আশা ভরসা চিন্তা এখন আহসানকে ঘিরেই। যদিও ওদের থাকার জায়গার চারপাশে কোন বেড়া দেয়া সম্ভব হলো না, যেটা ওদের দুজনের স্বামী-স্ত্রীর একান্ত জীবনের জন্যে প্রয়োজনীয় ছিলো। কিন্তু তারপরও সাবিহা কোনভাবেই আহসানকে দূরে রাখতে চায় না।

ওদের থাকার মাচার সামনে থেকে দ্বীপের কিনার পর্যন্ত জঙ্গল সাফ করে একটা রাস্তার মত বানানো হলো, যেন মাচাতে বসেই ওরা সমুদ্র দেখতে পায়। একসময় সাবিহার খুব শখ ছিলো সমুদ্র দেখার, এই বার যেন ওর সেই শখ ষোলআনা পূর্ণ করার ব্যবস্থা করে দিলেন উপরওয়ালা। ঘরের পাশেই একটা মাটির চুলা বানানো হলো, সেখানে কুড়িয়ে পাওয়া কিছু রান্নার জিনিসপত্র দিয়ে প্রতিদিন এক বেলা রান্না করছে সাবিহা। সাবিহা নিজে খুব ভালো রান্না পারে না। তবে সে শিক্ষিত মেয়ে হওয়ায় জানে কিভাবে কোন খাবারের মাধ্যমে নিজেদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। বাকেরের ধরে আনা মাছ আর জঙ্গল থেকে তুলে আনা সবজিই এখন ওদের প্রধান খাদ্য হয়ে গেলো। ওদের হাতে উপকরন খুব সামান্যই ছিলো কিন্তু সেটা দিয়েই বাকের নিজের মেধা বুদ্ধি আর পরিশ্রম দ্বারা ওদের জীবন ধারণের জন্যে প্রয়োজনীয় যা কিছু দরকার সেগুলির ব্যবস্থা করতে লাগলো। 

কয়েকদিনের মধ্যেই ওদের জীবন-যাপন যেন একটা রুটিনের মধ্যে চলে এলো। সকালে বাকের একদিকে আর আহসান অন্যদিকে বেরিয়ে পড়তো। কিছু মাছ আর কিছু সবজি যোগাড় করে আনতো, এর পরে সাবিহা রান্না করতো। আহসান বসে বিশ্রাম নিতো আর বাকের ওর বিভিন্ন কাজে আবার বেড়িয়ে পড়তো। দুপুরে এক কাট সবাই ঘুমাতো, এর পরে বিকালের দিকে মা ছেলে ঘুরতে বের হতো। দ্বীপটা বেশ সুন্দর ছিলো, বিকালে যখন ওরা ঘুরতে বের হতো তখন সেটাকে ওদের একটা ছুটিতে কোন এক সুন্দর দ্বীপে বেড়াতে যাওয়ার মতই মনে হতো।

আহসানের মনের অবস্থা খুব খারাপ। এভাবে যে জীবন কাটানো যায়, ছোট বেলার বইতে পড়া আদিম মানুষের জীবনের মত, এই জিনিষটা ওকে কষ্ট দিচ্ছে। জনমানবহীন এই দ্বীপে কিভাবে সে সময় কাটাবে, কোথায় ওর খেলার সঙ্গী, কোথায় ওর লেখা পড়ার সরঞ্জাম, কলেজ? ওর বাকি জীবনটা কি এইভাবেই এই দ্বীপেই কাটাতে হবে? এই প্রশ্নগুলি ওর মনকে কুরে কুরে খাচ্ছে। সাবিহা কিছুটা বুঝতে পারছিলো আহসানের এই মিইয়ে পড়া মানসিক অবসথা। ছেলেকে সান্ত্বনা দিতে গিয়ে নিজে ও কেঁদে ফেলতো প্রতিদিনই। ওদের মা ছেলের মাঝে সম্পর্ক সব সময়ই খুব কাছের ছিলো, বাবার সাথে সব সময়ই একটা দূরত্ব বজায় রেখে চলতো আহসান। ওর বাবা বাকের ও একটু গম্ভীর প্রকৃতির রাসভারি জেদি মেজাজের লোক, ছেলেকে নিয়ে আদিখ্যেতা করার মানসিকতা বা সময় কোনটাই ছিলোনা ওর কোন কালেই।

আহসান বলতে গেলে ওর মায়ের একার হাতেই মানুষ। বাবাকে একটু ভয়ও করে চলতো আহসান সব সময়। কিন্তু ঝড়ের কবলে পড়ার পর থেকে বাবার উপর রাগ আর অভিমান যেন আরও বেড়ে গিয়েছিলো ওর। বাবার সাথে কথা বলা আরও কমে গিয়েছিলো এই দ্বীপে আসার পর থেকে। ওর বাবার জেদের কারনেই যে ওদের আজ এই চরম খারাপ অবস্থা সেটা মনে করে মনে মনে আহসান বার বার ফুসে উঠতো। সাবিহা ওদের বাপ ছেলের মাঝের দূরত্বটা বেশ অনুভব করছিলো। একজন যে শুধু ফুসছে আর অন্যজন শুধু এড়িয়ে চলছে, এই পরিস্থিতি মোটেই সুবিধাজনক মনে হচ্ছে না ওর কাছে। কিন্তু এই মুহূর্তে বাপ-ছেলের মাঝে কোন রকম উত্তপ্ত অবস্থা তৈরি হোক সেটা সে চাইছিলো না। তাই আহসানকে ওর বাবার কাছ থেকে যতটা সম্ভব আড়াল করে রাখার চেষ্টাই করতো সে।

যদিও এই মুহূর্ত ওদের জীবন-যাপনের অবস্থা একদম খারাপ না। কিন্তু তারপরও এই দ্বীপে কয়েক মাস বা বছর কাটানোর কথা চিন্তাই করতে পারছে না সাবিহা। সাবিহা কখনই তেমন বাইরে বাইরে ঘুরা টাইপের মেয়ে ছিলো না বা যাকে বলে উড়নচণ্ডী মেয়ে, সেটা ছিলো না সে। ওর পরিবার আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্চল ছিলো, তাই ঘরে বসেই সে নিজের জীবনের সব চাওয়াকে পূরণ হতে দেখেছে। ছোট বেলায় খাওয়া, ঘুমানো, পড়ালেখা আর মাঝে মাঝে সামাজিক আড্ডা দেয়া সমবয়সীদের সাথে, এর বাইরে কোন জীবন ছিলো না ওর। বাকেরের সাথে সংসার করতে এসে অনেক প্রতিকুল অবস্থা ওকে মোকাবেলা করতে হয়েছে। বিশেষ করে ওদের স্বামী স্ত্রীর মধ্যেকার মনের মিল আর বয়সের মিল করানো নিয়ে ওকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু পারিবারিক একটা সুশিক্ষার কারনে স্বামীকে সব সময় সম্মান করে চলা, স্বামীর কথা মানা, আর স্বামীকে জিজ্ঞেস না করে কিছু না করা, এই জিনিষগুলি ছিলো সাবিহার ভিতরে। সেটা দিয়েই সে সংসার টিকিয়ে রেখেছিলো। এখন স্বামীকে সঙ্গ দিতে এসে এই নির্জন দ্বীপে মানুষ ছাড়া কিভাবে সে বাঁচবে, এই চিন্তা ওকেও কুরে কুরে খাচ্ছিলো। নিজের বাবা-মা, আত্মীয়-স্বজনদের কথা মনে করে নিরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিইবা করার আছে এখন সাবিহার।
Like Reply


Messages In This Thread
RE: নিষিদ্ধ দ্বীপ by fer.prog - by saddam052 - 04-04-2019, 08:49 PM



Users browsing this thread: 5 Guest(s)