16-04-2021, 04:56 AM
দারুন লিখেছেন দাদা, অনেকটাই আপডেট দিলেন, খুব ভালো লাগলো। রেপু দিলাম।
এবার দাদা, ওটার অপেক্ষা। কিনকি ব্যাপার হলে জমে যাবে। অপেক্ষায় রইলাম।
একটা রিকোয়েস্ট ছিল দাদা, সেক্সের বর্ণনা আপনার লেখার কথা হবে না। ছবির মতো ভাসে, কিন্তু একটু প্রিপ্লট এর ২-৪ লাইনের বর্ণনা দিলে ঘটনার সাথে সেটা ফুটে ওঠে। যেমন উদাহরণ স্বরূপ বিবাহবার্ষিকীর প্লটে রণিতের মায়ের ঘটনায়, রণিতের মা পার্টিতে কিরকম ড্রেস বা সাজগোজ করে ছিলো, আব্দুল আর বাবুল পার্টিতে কেমন লোলুপ দৃষ্টি রেখেছিল বা ওদের সাথে সবার সামনেই ছিনালিপনা, ওর বাবার সাথে একটু কথোপকথন এবং রাতের প্ল্যান বানানো (এখানে প্রযোজ্য নয়) ইত্যাদি এরকম কিছু। যদিও না হলেও ক্ষতি নেই, অসাধারণ লিখেছেন। ❤️❤️❤️
এবার দাদা, ওটার অপেক্ষা। কিনকি ব্যাপার হলে জমে যাবে। অপেক্ষায় রইলাম।
একটা রিকোয়েস্ট ছিল দাদা, সেক্সের বর্ণনা আপনার লেখার কথা হবে না। ছবির মতো ভাসে, কিন্তু একটু প্রিপ্লট এর ২-৪ লাইনের বর্ণনা দিলে ঘটনার সাথে সেটা ফুটে ওঠে। যেমন উদাহরণ স্বরূপ বিবাহবার্ষিকীর প্লটে রণিতের মায়ের ঘটনায়, রণিতের মা পার্টিতে কিরকম ড্রেস বা সাজগোজ করে ছিলো, আব্দুল আর বাবুল পার্টিতে কেমন লোলুপ দৃষ্টি রেখেছিল বা ওদের সাথে সবার সামনেই ছিনালিপনা, ওর বাবার সাথে একটু কথোপকথন এবং রাতের প্ল্যান বানানো (এখানে প্রযোজ্য নয়) ইত্যাদি এরকম কিছু। যদিও না হলেও ক্ষতি নেই, অসাধারণ লিখেছেন। ❤️❤️❤️