15-04-2021, 08:24 PM
(This post was last modified: 15-04-2021, 09:39 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-04-2021, 06:00 PM)sairaali111 Wrote:কলেজ-কালে দুষ্টু ছেলেরা আমাদের অপেক্ষাকৃত অ-সুন্দরী সহপাঠিনীদের জন্যে বলতো - '' ওওও চলে যাবে , ওই সময় শুধু মুখে রুমাল চাপা দিয়ে দিলেই নো সমস্যা ...'' - বহুদিন পর মনে পড়লো আপনার '' ঢেকেই শুরু হোক...'' দেখে । নসট্যালজিক তো হলেমই , সাথে প্রশ্নও ভীড় করলো - ঢাকনা কি শুধু উপর-মুখেই থাকবে ? নাকি ..... - শুভকামনা-সালাম জনাব ।
দেখুন, আমি মনে করি "ঢাকনা" মুখ ছাড়াও 'অন্য জায়গায়' থাকাও আবশ্যক ..
এর পেছনে দুটি কারণ আছে ..
প্রথমটি হলো সাবধানতা অবলম্বনের জন্য (নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য) :- আমি ইউনিভার্সিটি লেভেলে ক্রিকেট খেলেছি। তাই ক্রিকেট দিয়েই বিশ্লেষণ করার চেষ্টা করছি .. ক্রিজে নামার আগে ব্যাটসম্যানদের মাথায় হেলমেট এবং তলপেটের নিচে abdomen guard পড়তে হয়। কারণ ওইসব সংবেদনশীল জায়গায় লাগার ফলে যদি ব্যাটসম্যান আহত হয়ে যায়, তাহলে দলেরও ক্ষতি তার সঙ্গে সঙ্গে নিজেরও ক্ষতি। কিন্তু যদি 'ঢাকনা' ব্যবহার করা যায় .. তাহলে পুরো ম্যাচটা আনন্দ করে কোনো রিস্ক ছাড়াই খেলা যায়।
দ্বিতীয় টি হলো শুধুমাত্র নারীদের জন্য :- লজ্জাই হলো নারীর ভূষণ। অর্থাৎ যতক্ষণ 'ঢাকনা' থাকবে ততক্ষণ curiosity থাকবে। otherwise .. আশা করি বোঝাতে পারলাম।