15-04-2021, 01:19 PM
![[Image: Whats-App-Image-2021-04-15-at-11-46-06-AM.jpg]](https://i.postimg.cc/XqDWmpH7/Whats-App-Image-2021-04-15-at-11-46-06-AM.jpg)
সময় চলে যায় আপন খেয়ালে
ঘড়ির কাঁটা ছাড়ে টিকটিক ডাক,
ক্যালেন্ডারের পাতা উল্টে দেখি
জীবন নিয়েছে নতুন মোড়ে বাঁক।
পুরোনো স্মৃতিরা পিছু ডাকে শুধু
মোহমায়া রোধ করে দেয় শুধু পথ,
বিশেষ বিশেষ সময়ে অতীত কথা
প্রাক্তনের ভিড়ে টানা অজানা শপথ।
জানি না কেন অপার্থিব স্মৃতিগুলো
মনের আঙিনায় ফেলে তার নোঙর,
আমি তো নই বিশ্বাসী অতীতে আর
বর্তমানে খুঁজি আপন মনের দোসর।
অতীত মানেই তো দুঃখের ঝুলি যেন
ধূসর দিনগুলিতে নেই এটুকুও ভক্তি,
অতীত তুমি এসোনা আমার দূয়ারে
বর্তমানের খুশিতে দাও আমায় মুক্তি।।
শুভ নববর্ষে সকল পাঠক এবং পাঠিকা বন্ধুদের জানাই
আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন...


