15-04-2021, 01:07 PM
(15-04-2021, 10:40 AM)Nilpori Wrote: বিগত বাংলার বছর টা ই এসে ছিল এক ভয়ংকর মহামারী র হাতধরে।
ঠিক এবার ও সেই মহামারী আবার ও মানব সভ্যতা কে হনন এ খড়গহস্ত।
তাই সমস্ত পাঠকবর্গর কাছে সর্নিবন্ধ অনুরোধ আপনারা নিজেরা সচেতন হন। আপনার বাড়ীর মানুষ দের সচেতন করুন। অতি ভয়ানক দিন আসতে চলেছে। আসুন সবাই আমরা এই মহামারী কে প্রতিহত করি।
আমরা যদি সচেতন না হই তো কোন সরকার এর ই সেই ক্ষমতা নেই যে আমাদের বাঁচতে পারবে। এক তো অর্থনীতির বিপুল পরিমাণ চাপ। তার উপর ও নেই এর সংখ্যা দিন দিন বাড়ছে। পর্যাপ্ত হাসপাতাল নেই, ভ্যাক্সিন এর ভাঁড়ারে টান পরেছে,
১৪০কোটির দেশে কি যে দিন আসছে তা ভাবতে ই ভয় হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে এই গুলো উপলব্ধি করে তবে ই বলছি।
তাই আবার ও বলছি সচেতনতা ছাড়া আর কোন উপায় নেই।
মাস্ক ও স্যানিটেশন সর্বদা ব্যবহার করুন। ও পরিবার এর সকল কে বলুন। আর চেষ্টা করুন সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে।
একদম ঠিক কথা বলেছেন আপনি... সত্যিই আমরা এক দুঃস্বপ্নের সময়ের মধ্যে দিয়ে চলেছি... এখন একমাত্র আমরা নিজেরা সাবধান থাকলেই তবে এই মানব সভ্যতার মঙ্গল...
আজকাল শোনা যায় শহরের আত্মার চিৎকার
ঘিঞ্জি কোলাহল, মহামারীর আতঙ্ক, বিরক্তি,
শহর জুড়ে এখন যন্ত্রণার আঁচড়,
আর ধ্বংসের ক্লান্তি।
ধোঁয়া আর ধুলোয় ঝাপসা কিছুটা
কিছুটা ভেঙেছে মন আর বাসনা,
তবু এ শহর বুনছে আজও
প্রেমের শামিয়ানা।।