14-04-2021, 08:20 PM
(14-04-2021, 05:35 PM)bourses Wrote: আমি জানি না, মানুষ এত কেন সর্বদা হতাশায় ভোগে? কেন মানুষ আগে নেগেটিভ চিন্তাভাবনাটাকে বাড়িয়ে দেখে... এই ধরাধামে আছি তো ভাই দু-দিনের জন্য... কবে আছি, কবে নেই, কে বলতে পারে... আর সেখানে এই সুন্দর পৃথিবীতে কতই না ভালো লাগার মত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে... শুধু মাত্র সেগুলিকে আহরণ করে নেবার অপেক্ষা... তবে কেন শুধু শুধু মানুষ নেগেটিভিটর পেছনেই দৌড়ায়? কেন ভাবে না, যেটা পাইনি, সেটা আমার ছিল না... আর যেটা পেয়েছি, সেটা শুধু আমার জন্যই ছিল, সেটা নিয়েই চলতে হবে জীবনে... অন্তত যে কটা দিন আছি এই পৃথিবীতে...
না ভাই... তোমায় ভুল বুঝিনি আমি... যেটা বলেছ, সেটা তোমার মনের ব্যথা থেকে যে উগড়ে দিয়েছিলে, সেটা বুঝতে পেরেছিলাম... তাই সে নিয়ে কোন কথা বলবো না আমি তোমায়... শুধু বলবো, ভাই রে... এত ভাবো না... ভাসিয়ে দাও নিজেকে... সময়ের স্রোতে... দেখবে ঠিক পৌছে গেছো তোমার অবিষ্ট বিন্দুতে... মনের মধ্যে অপার শান্তি নিয়ে...
যে জন প্রেমের ভাব জানে না...
তার সঙ্গে নাই লেনাদেনা
খাটি সোনা ছাড়িয়া
যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
আ হা হা ! মন জুড়িয়ে গেলো ! কোন সাইক্রিয়াটিস্ট ও এতো ভালো করে বোঝাতে পারেনা !