13-04-2021, 07:45 PM
জানি অনেক রাগ আপনাদের সবার আমার উপরে ! আসলে ভালো গল্প পড়তে গিয়ে যখন থমকে দাঁড়িয়ে পরতে হয় তখন খুব অভিমান হয় ! সেই অভিমান থেকেই মুখ থেকে গালাগালি বেড়িয়ে আসে ! এমনিতেই আমি বোকাচোদা (নিজেই নিজেকে নাম দিয়েছি ) জীবনের প্রতি ক্ষেত্রে হেরে যাওয়া মানুষ আমি ! তাই নিজেকেই আর সঝ্য করতে পারিনা ! ভীষণ ভিতু আমি তাই মরতেও ভয় পাই, কোথাও না কোথাও রাগ ঝারতে গিয়ে আজ আমি নিস্ব। আশা করি ভুল বুঝবেন না ।