10-04-2021, 06:56 PM
(10-04-2021, 02:47 PM)Baban Wrote: তিনটে ছবির মধ্যে সবথেকে সুন্দর আপনার অঙ্কিত স্কেচটা.
না..... মোটেও আপনাকে খুশি করার জন্য বললাম না কথাটা... আমিও তো একসময় আঁকা আঁকি করতাম এখন যদিও আর হয়না....( ডিজিটাল ড্রয়িং করি মাঝে মাঝে ) তাই সামান্য একটু হলেও আর্ট বুঝি. আপনার স্কেচে দুই নারীর একে ওপরের প্রতি আকর্ষণ, কামনা, সৌন্দর্য, মুহুর্ত যেভাবে ফুটে উঠেছে তাতে যে কোনো কারোর কাম জেগে উঠবে..বাকি দুটোর কথা আলাদা... বিদেশী শিল্পী নিজের সবটুকু উজাড় করে কিন্তু করেছেন ওই চিত্র কিন্তু আমার চোখে ওই স্কেচটার আকর্ষণ আলাদা.
আপনার ওই স্কেচ টা যদি সময় নিয়ে অয়েল পেন্টিং করতে পারেন করবেন..... মোমবাতির আলোয় আলোকিত দুটো শরীর ও পাশের দেয়ালে দুজনের হালকা ছায়া.. উফফফফফ কিরকম লাগবে ছবিটি ভেবেই শিহরিত হচ্ছি.
অনেক অনেক ধন্যবাদ বাবান। আপনাদের ভাল লাগাটাই আমার সব।
আপনার ডিজিটাল পেন্টিং এক কথায় অসাধারণ। আচ্ছা আমি পরে সময় নিয়ে চেষ্টা করব অয়েল পেন্টিং করার।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।