10-04-2021, 02:47 PM
(10-04-2021, 10:24 AM)Nilpori Wrote: আবার ও বোরসেস পানুৎসায়ন এর এক বানভাসি আপডেট।
নারীর সাথে নারীর এমন মিলন এর বর্ননা শুধু আপনার পক্ষে ই সম্ভব।
কি অমিত সাবলীল ভাষা। কি অসাধারণ শব্দ চয়ন। আপনি তো মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে চলেছেন।
আবার একটা পিক্টোগ্রাফি করে দিলাম।
এর সাথে আরও কয়েক টা বিখ্যাত চিত্র তুলে ধরলাম। চিত্র গুলো এক বিদেশি শিল্পীর সৃষ্টি।
আমি স্কেচ করে তার উপর পিক্টোগ্রাফি করলাম। আর বাকি গুলো এমনি দিলাম।
imagehost
তিনটে ছবির মধ্যে সবথেকে সুন্দর আপনার অঙ্কিত স্কেচটা.
না..... মোটেও আপনাকে খুশি করার জন্য বললাম না কথাটা... আমিও তো একসময় আঁকা আঁকি করতাম এখন যদিও আর হয়না....( ডিজিটাল ড্রয়িং করি মাঝে মাঝে ) তাই সামান্য একটু হলেও আর্ট বুঝি. আপনার স্কেচে দুই নারীর একে ওপরের প্রতি আকর্ষণ, কামনা, সৌন্দর্য, মুহুর্ত যেভাবে ফুটে উঠেছে তাতে যে কোনো কারোর কাম জেগে উঠবে..বাকি দুটোর কথা আলাদা... বিদেশী শিল্পী নিজের সবটুকু উজাড় করে কিন্তু করেছেন ওই চিত্র কিন্তু আমার চোখে ওই স্কেচটার আকর্ষণ আলাদা.
আপনার ওই স্কেচ টা যদি সময় নিয়ে অয়েল পেন্টিং করতে পারেন করবেন..... মোমবাতির আলোয় আলোকিত দুটো শরীর ও পাশের দেয়ালে দুজনের হালকা ছায়া.. উফফফফফ কিরকম লাগবে ছবিটি ভেবেই শিহরিত হচ্ছি.