10-04-2021, 10:43 AM
(09-04-2021, 12:06 PM)bourses Wrote: গতকাল যখন আমার থ্রেডে কিছু লেখার অনুমতি চাইলেন, সত্যি বলছি, ভাবি নি যে আপনার হাত থেকে এই জিনিস পেতে চলেছি আমরা... আমরা, মানে এই ধরনের গল্প লিখিয়েরা একটা কল্পকথা সৃষ্টি করি, যেটায় কখনও সঠিক তথ্য পরিবেশন করতে পারি, আবার কখনও অনেক সময়ই ভুল থাকে সে পরিবেশনায়, যতটুকু আমাদের জ্ঞান, সেই সীমিত জ্ঞান ব্যবহার করেই গল্পের অবতারণা করতে হয়... বাকিটা আমাদের সর্বজনবিধ গুগুলের উপরে ভরসা করতে হয়... আমার গল্পেও আপনার দেওয়া তথ্যের উপরে অনেকবার অনেক ঘটনা এসেছে, সে গুলো যতটা পেরেছি নিজের কল্পনার আশ্রয়েই রচনা করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম... কিন্তু এই নিবন্ধটা ভবিষ্যতে যে কতটা আমার গল্পে সাহায্য করবে তা এখনই বুঝতে পারছি... অসংখ্য ধন্যবাদ এত সাবলিলতায় এত সহজভাবে পুরোটা পরিষ্কার করে তুলে ধরার জন্য... আমার মনে হয় এটা শুধু মাত্র লেখকদের জন্যও না, অনেক পাঠক পাঠিকার মননেও সাহায্য করবে অবস্যই...
অশেষ ধন্যবাদ বোরসেস দা যে আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আপনার থ্রেড এ আমার নিবন্ধ প্রকাশ করার।
চেষ্টা করব ভবিষ্যতে আর ও অনেক বিষয় নিয়ে কিছু বলার।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।