10-04-2021, 10:39 AM
(09-04-2021, 11:16 AM)Tiyasha Sen Wrote: এত সুন্দর করে বোঝালে নীলুদি!!! অসাধারণ❤❤❤
এভাবে সকলেরই বোঝাটা দরকার....কারণ আমি মনে করি sexuality র ধারণা সকলেরই কাছে স্বচ্ছ থাকা উচিত।
এবার যারা পাতি পানু গল্প পড়তে অভ্যস্ত তাদের লাগবে না এটা কিন্তু উচ্চ মানের যৌন সাহিত্য পড়তে এটা জানা থাকলে ভালো। কারণ একি গল্পে নানা স্বাদ পাই ঠিক টক ঝাল মিষ্টি চানাচুর এর মত। যেমনটা আমরা পাচ্ছি বৌর্সেস দাদার গল্পে। এক্ষেত্রে কারোর মনে প্রশ্নের উদ্রেক হতেই পারে অনিন্দিতা পুরুষ ও নারী উভয়ের প্রতি আকর্ষিত কেন?? তার মানসিক বা শারীরিক ভারসাম্য স্বাভাবিক তো?
তার অন্তর্নিহিত স্বত্তার পরিচয় জানা থাকলে আমার মনে হয় আমরা চরিত্রের সাথে নিজেদের একাত্ম করতে পারবো। তাতে গল্পের স্বাদ আরো বাড়বে।
সবশেষে অনেক ধন্যবাদ আমার প্রিয় নীলুদিকে এত সহজ ভাবে এত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য।
যাক আমার এই প্রচেষ্টা যে তোমার ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তিয়াশা।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।