10-04-2021, 09:00 AM
(This post was last modified: 10-04-2021, 09:13 AM by modhon. Edited 1 time in total. Edited 1 time in total.)
৫
বৃন্তকে ছুটি নিতে হবে এক সপ্তাহ। এই ছুটিটা সরকারের পক্ষ থেকে পাওনা হয় নববিবাহিতদের। সেই জন্য নীলও ব্যাবসার কাজ মি. ঘোষালকে দিয়ে এক সপ্তাহ দিয়ে বাড়িতেই থাকবে স্থির করেছিল। নীলের কোন দিকেই খেয়াল নেই। কালকে যে সুখ ও পেয়েছে সে বার বার পেতে চায় যেন। তাই একলা খোঁজে তার মাগীকে। কিন্তু পায় আর না। মাগী সারাদিন ব্যাস্ত রইল দৃষ্টিকে নিয়ে। না জিনিসটা ভাল। দৃষ্টি যেন ওর মা ফিরে পেল। কিন্তু নীলের দিকটাও ভেবে দেখা উচিৎ বৃন্তর। সে ব্যাপারটাকে গুরুত্ব দিল না। সারা দিন বউয়ের দৃষ্টিকে নিয়ে খেলাধুলা। কাজ করা। স্নান সেরে বড়ই আলুথালু হয়ে বেরিয়ে চুল আঁচড়ানো দেখতে থাকল আর রাতের কথা ভেবে উত্তেজিত হতে থাকল।
ইতিমধ্যে বৃন্ত নিলাঞ্জনাকে নিয়ে একবার বেরিয়ে ছিল কিছু কেনাকাটা করতে। ওর বাড়িতে কিছু জিনিস ছিল যেগুলো অন্ধ বাচ্চাদের শিক্ষার কাজে আসে। সবই নিয়ে এসে রেখেছে। সময় মত লাগিয়ে দৃষ্টিকে নিয়ে বসবে। যাতে কলেজ শুরু হবার আগেই ও অনেকটা এগিয়ে যায়। কেন জানিনা বৃন্ত নিজের থেকেও বেশি ভালবেসে ফেলেছে ওই পুঁচকে মেয়েটাকে। হয়ত বাসতো না কিন্তু ওই পুঁচকেটা যেন এক মুহূর্ত আলাদা করতে দিতে চায় না বৃন্তকে তার কাছ থেকে। এমন মেয়েকে ভাল না বাসলে ধরে নিতে হয় মন বলে জিনিস কারোর নেই। নিলাঞ্জনাও খুব ভাল মেয়ে। বৃন্ত আর দৃষ্টির ব্যাপারটা খুব উপভোগ করে সে। নিলাঞ্জনাও যেন খুব ভালবেসে ফেলেছে দাদার বউকে। এত সুন্দর কথা বলে যে চুপ করে যেতে হয়। শাশুড়ি ননদ সবাই যেন খুব ভালবেসে ফেলল বৃন্তকে। বৃন্তর বয়স বেশি, প্রায় পাঁচ বছর নীলের থেকে, তাই একটু আপত্তি করলেও নীলের মা এখন নিশ্চিত এই মেয়েই পারবে তার, ওই অসামাজিক, কঠিন মানসিকতার ছেলে নীলাঞ্জনকে শুধরোতে। কিন্তু নীলও বিয়ে করেছে এই মাগীকে ভালবাসতে নয়, শুধু ভোগ করতে। না হলে অন্য দেশে গিয়ে অন্য মেয়েকে ভাল সে বাসতেই পারত। আর সেটা সে করবেও। কিন্তু এই দেশে বিয়ে করেছে ও মনের জন্য নয় নিজের ধনের জন্য। তাই এই রূপান্তরিত নারী। যতই গাদো শরীর এতটুকু টসকাবে না এই মাগীর।
বৃন্ত একজন শিক্ষিত ছেলে থুড়ি মেয়ে। তার কাছে বিয়ে একটা খুব পবিত্র জিনিস। সে জানে বিয়ে যখন করেছে স্বামীকে বঞ্চিত করা ঠিক নয়। স্বামীর প্রাপ্য স্বামীকে দিতেই হবে। সে পিছপাও নয় তাতে। সে কলেজে বা হাসপাতালে যাই ছিল বা হোক না কেন ঘরে তো সে বউ। আর তার স্বামীর এসব জানার বা ভাবার তো প্রয়োজন নেই। সে তার শরীর ভোগ করবে এবং বৃন্ত তাতে দোষের মনে করে না। বৃন্ত পছন্দ করে না বলে সে বাধা দেবে এমন ছেলে থুড়ি মেয়ে সে নয়। আসলে বৃন্তের মানসিক পরিনতি খুবই উঁচু জায়গায়। সহজেই মনের কথা বুঝতে পারে সে। সে সাইকলজিস্ট। পাগলদের চিকিৎসা করে। তাই এটা খুব ঠিক কথা যে নীলকে দেখেই তার মনের কথা পড়ে নিতে পারে সে। ঠিক যেমন দৃষ্টির নরম মনটা পড়ে সে একজন মায়ের মতই দেখে দৃষ্টিকে। তবে নীলকে দেখে মনে হয়, নীলের মধ্যে ভাল আর খারাপের একটা দ্বন্দ্ব চলে সর্বদা। ছেলেটা হয়ত ভাল খুব, কিন্তু তার মধ্যে কিছু রিপু আছে যেটা নীলকে পশুর মত ব্যাবহার করতে বাধ্য করায়। সে হয়ত ভালবাসার পথে ফিরিয়ে আনবে নীলকে। ছেলেটাকে খারাপ লাগেনি তার। এত ছোট বয়সে যে বাবার ব্যাবসাকে এত বড় করতে পারে তার ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে কোন সন্দেহ থাকে না। যথেষ্ট ব্যক্তিত্বের অধিকারি। খুব মিষ্টি দেখতে। শুধু উলঙ্গ হলে ভয় করে বৃন্তর নীলকে। তখন মনে হয় না ও মিষ্টি। মনে হয় একটা কঠিন পুরুষ। সেই ব্যাপারটা বৃন্তের মনঃপুত হয় না। সেক্স বলে তো কিছু নেই, আছে ভালবাসা। ভালবাসা থাকলেই সেক্সটা অবশ্যম্ভাবী। যেহেতু সে বউ তাই সে ভাল না বাসতে পারলেও চেষ্টা করবে ভালবাসতে নীলকে। তবে নীল যে ওকে ভালবেসে ফেলেছে সেটা তো ঠিক। বৃন্তও মলিকে প্রথমে ভাল বেসেছিল রূপে। পরে ভালবাসা জন্মেছিল সত্যি করেই। বৃন্ত আশা করে এখানেও তার দ্বিরুক্তি হবে না। সে আত্মহত্যা করবে বলে ঠিক করেছিল। কিন্তু কালকের রাতের পরে সে কিছুটা হলেও অন্য ভাবছে। দৃষ্টি যে অযাচিত ভাবে চলে এল জীবনে। বৃন্ত ভাবতে পারে না দৃষ্টি দু দিন আগেও তার জীবনে ছিল না বলে। সে ভাবতে ভাবতে দৃষ্টিকে জড়িয়ে ধরল।
বৃন্ত তৈরি হতে থাকল হাসপাতালে যাবে বলে। অন্যদিন সালোয়ার পরে যায় কিন্তু কি মনে করে সে সিফনের শাড়ি পরে চুলটা ভাল করে বিনিয়ে মাথায় মোটা করে সিঁদুর পরে তৈরি হয়ে বেরিয়ে এল। অপরূপ লাগছে তাকে। হালকা কচি কলাপাতা রঙের সিফনের শাড়ি। ম্যাচিং ব্লাউজ তাকে যেন অসাধারণ রূপবতী করে তুলেছে। সে ভ্যানিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এল ঘর থেকে। দৃষ্টিকে কোলে নিয়ে বেরিয়ে এসে দেখল নিলাঞ্জনা, মিত্রা বসে আছে গল্প করছে। মিত্রা নিলাঞ্জনার বন্ধু। ওর মতই ভাল আর মিষ্টি মেয়ে।
সোনা, মা এখন একটু কাজে যাবে যে। দৃষ্টি মাকে জড়িয়ে ধরে বলল-
কখন আসবে তুমি আবার? বৃন্ত চুমু খেয়ে বলল-
উম্মম্ম তুমি দুপুরে খেয়ে দেয়ে দুষ্টুমি না করে ঘুমিয়ে পড়বে। আর আমি এসে তোমাকে আদর করে ঘুম থেকে তুলব কেমন?
আই লাভ ইয়ু মা।
উম্মম্মাআআ আহহহহ। দুজনে চুমু বিনিময়ে করে দৃষ্টিকে নিলাঞ্জনার কোলে দিয়ে বলল “নিলু আমি আসছি রে”। বৃন্ত বেরচ্ছে দেখে ওর শাশুড়ি বেরিয়ে এল ঘর থেকে।
কোথায় চললি?
একটু হাসপাতালে।
কেন? কি হল আবার।
না ছুটি নেব আজকে। তাই যাই ছুটির অ্যাপ্লিকেশানও তো করতে হবে।
তুই হাসপাতালে কাজ করিস? নীলের মা খুব অবাক হয়ে বলল।
হ্যাঁ মা।
তুমি কি নার্স বউদি? নিলাঞ্জনা জিজ্ঞাসা করল। বৃন্ত মিষ্টি হেসে বলল-
না রে, আমি ডাক্তার। ঘরে যেন বাজ পড়ল। শাশুড়ি যেন বিশ্বাস করতে পারছে না তার ছেলের বউ ডাক্তার।
আমি বৃন্ত গুপ্ত সরি বৃন্ত সেন। সাইকোলজি ডিপার্টমেন্টের হেড। নিলাঞ্জনা আর মিত্রা স্প্রিঙের মত ছিটকে দাঁড়িয়ে পড়ল।
তুমি ডাক্তার? নিলাঞ্জনা যেন ভাবতেও পারেনি। তার এই মিষ্টি বউদিটার পেটে পেটে এত গুন। ছুটে এসে জড়িয়ে ধরল বৃন্তকে। বৃন্ত হেসে ফেলল নিলুর এই কাণ্ড দেখে। দেখল মিত্রা পাশে চলে এসেছে আর শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিত্রা জিজ্ঞাসা করল-
মানে তুমি জগন্ময়ি মেমোরিয়াল মেডিকেল কলেজের বৃন্ত গুপ্ত?
হ্যাঁ কেন।
একটু পায়ের ধুলো দাও বউদি। বলে পায়ে হাত দিয়ে প্রনাম করতেই বৃন্ত হাঁ হাঁ করে উঠল।
এই কি করছিস?
তোমার হয়ত মনে নেই। তুমি আর তোমার টিম আমার পাগল মাকে ফের সাংসারিক জীবনে ফিরিয়ে এনেছ। তখন তুমি অবশ্য রূপান্তরিত ছিলে না। আমরা কতখানি কৃতজ্ঞ তোমার কাছে তুমি জানো না। বাবা তো বলে শহরে তোমার মত ডাক্তার সত্যিই নেই এখন আর। আমার বাবাও ডাক্তার। আমার বাবা ডক্টর সুবিমল সামন্ত।
ও মা তুমি সুবিমল স্যারের মেয়ে? মিষ্টি হেসে জিজ্ঞাসা করল বৃন্ত।
হ্যাঁ গো বউদি। বৃন্ত আর দেরি করল না। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসার সময়ে নীলের মা বৃন্তকে গাড়ি নিয়ে যাবার কথা বলতেই বৃন্ত চেঁচিয়ে বাইরে থেকে বলল-
গাড়ি নিয়ে গেলে দেরি হবে আমি মেট্রোতে যাব আর আসব।
মিত্রা বৃন্তর সম্পর্কে যা জানত বলল নিলাঞ্জনা আর নিলাঞ্জনার মাকে। কত ভাল ছাত্র ছিল বৃন্ত। কত নাম ডাক। কত সম্মান। কি বিশাল ব্যক্তিত্ব। কম কথা বলার সেই বৃন্ত আজকে কত সহজে মা হয়ে গেছে দৃষ্টির, ভাবতেই বউদি সম্পর্কে ধারনা ওদের বাড়িতে অনেক উঁচু হয়ে গেল, মানে নীল ছাড়া। নীলের কাছে বৃন্তের সম্মান নেই বললেই চলে। বৃন্ত নীলের একান্ত নারী। যাকে সে ভোগ করতেই এনেছে। নীল কিছুই শুনল না ওদের কথা। বৃন্ত নেই দেখে রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাত দিনের ছুটিটা যেন মাঠে না মারা যায়।
দৃষ্টি ওঠ সোনা। হাসপাতাল থেকে ফিরে স্নান করে শাড়ি পরে ঘুমন্ত দৃষ্টির পাশে শুয়ে দৃষ্টিকে ওঠাতে লাগল বৃন্ত। দৃষ্টি তার কচি কচি হাত দিয়ে জড়িয়ে ধরল মায়ের গলা। ওকে তুলে খাইয়ে, খেলতে দিল কিছু যন্ত্রের সাহায্যে। যাতে ও কিছু দিন পরেই প্রাকৃতিক ভাবে দেখতে না পেলেও অনুমান করে খেলতে পারে।
এগুল কি যন্ত্র গো বউদি। তাকিয়ে দেখল মিত্রা আর নিলু।
আয় বস। কি জানিস মানুষের চোখ একটা বিশাল জিনিস। বলতে পারিস সেরা তিনটি অরগ্যানের একটা। কিন্তু মানসিক ব্যাপারটা এখানে খুব কাজ করে। ওকে মানসিক ভাবে তৈরি করার জন্যেই এই সমস্ত ব্যাপার। যাতে মানসিক ভাবে ও ভেঙে না পড়ে। এগুলো দিয়ে খেলতে খেলতে শিখে গেলে ওর মানসিক জোর এমনিই বেড়ে যাবে। তখন দেখতে পায়না বলে দুঃখটা ওর কম থাকবে। সেটাই ওকে আগে নিয়ে যাবার পথে পাথেয় হবে। ঠিক সেই সময়ে নীল ঢুকল। বৃন্তকে একবার দেখে চলে গেল উপরে। মিত্রা খানিক মুচকি হেসে উঠে গেল সাথে নিলাঞ্জনাও। বৃন্ত রান্না ঘরে গিয়ে কফি বানিয়ে ট্রে নিয়ে ওপরে উঠে এল। আসার আগে দেখে এল নিলাঞ্জনার কাছে দৃষ্টি খেলছে। ও নিশ্চিন্ত হয়েই ওপরে এল। দেখল নীল জামা প্যান্ট ছেড়ে একটা বারমুডা পরে সিগারেট নিয়ে ব্যালকনিতে গেল। ও ট্রেটা নামিয়ে কফি বানিয়ে ব্যালকনি গিয়ে কফি দিল।
আপনার কফি।
রাখ। রেগে রেগেই জবাব দিল নীল। ঘরে ঢুকে এল বৃন্ত। দেখল তোয়ালে, প্যান্ট জামা সব এদিক ওদিক ছড়ানো। প্রচণ্ড রেগে গেল দেখে ও। কিছু না বলে সব গুলোকে গুছিয়ে আলমারির ভিতরে হ্যাঙ্গারে টাঙিয়ে দিল। বৃন্ত চাইছিল নীলের অত্যাচার। কিন্তু নীল রেগে আছে। ও ঘাঁটাল না বেশি। বিছানাটাকে ধামসে ছিল নীল। সেটাকে ঠিক করে দিয়ে নীচে নেমে আসার জন্য তৈরি হল। আয়নায় নিজেকে দেখে নিয়ে যেই বেরিয়ে আসতে যাবে দেখে দরজা আটকে দাঁড়িয়ে আছে নীল। কখন চলে এসেছে পিছন দিয়ে খেয়াল করেনি সে।
যেতে দিন। একটু অসোয়াস্তি হচ্ছিল বৃন্তর। সে চাইছিল অত্যাচার কিন্তু ব্যাপারটা সত্যি হতে দেখে নিজের ওপরেই রাগ হতে শুরু করল। নীল কোন কথা না বলে বৃন্তকে টেনে নিল বিশাল বুকে আর খোঁপাটা মুচড়ে চুমু খেতে লাগল।
উম্মম্মম্মম্ম কি করছেন। বৃন্ত প্রতিবাদ করল যেন।
- “বাড়িতে মিত্রা নিলু সবাই আছে, দৃষ্টিও খেলছে। আআআআ আহহহহহ রাতে করলে হয় না? উম্মম্মম আআআআ আআহহ হহহহহ কি করছেন ছাড়ুন না”। নীল যেন কেয়ার করল না। নিজের বউকে ভোগ করবে তাতে বাড়িতে কে আছে ভেবে কি হবে।
উম্মম্মম। আমি পারছি না বিন ( বৃন্ত ডাক নাম)। ঊম্মম্মম্মম্মম্মম। বৃন্তকে ধরে খূব জোরে জোরে চুমু খেতে লাগল নীল। চুমু খেতে খেতে বিছানায় নিয়ে এসে ফেলল। বৃন্তের ভালই লাগে নীলের এই ব্যাপার গুলো। কিন্তু বাড়িতে দুটো মহা দুষ্টু মেয়ে আছে। যদি ওরা চলে আসে এই ভেবে ও আরও লজ্জা পেল।
এই, ছাড়ুন না। ইসসসস মা গো, দরজাটা তো বন্ধ করবেন নাকি? আআআআআ আআহহহহহ, ততক্ষনে নীল ঘাড় গলায় চুমু খেতে শুরু করেছে বৃন্তের।
দেড় ঘণ্টা পরে যখন বেরল বৃন্ত, ঘর থেকে ওকে চেনার উপায় নেই যে কিছুক্ষণ আগে ও বেশ সুন্দর করে সেজে গুজে নীলকে কফি দিতে ঢুকেছিল। এখন চুল খোলা অবিন্যস্ত। কাপড় পরে কোনরকমে বেরিয়ে এল বৃন্ত। মুখে একটা প্রশান্তির হাসি। নীচে নেমেই সোজা বাথরুমে ঢুকল ও। চারিপাশ দেখে নিয়েছে নিলা আর মিত্রা নেই আশেপাশে। ইসসসস ধুতে হবে পুরো শরীরটা। জানোয়ারটা কত যে ঢেলেছে ভিতরে কে জানে। ইসসস গড়িয়ে পড়ছে হাঁটুর নীচে। ও শাড়ি সায়া খুলে বাথরুমে ধুতে ঢুকল। ইসস কি ঘন চ্যাটচ্যাটে। বাবারে কত যে ঢেলেছে কে জানে। ইসসসসস বুকের কাছে কামড়ের দাগ করে দিয়েছে। ও সব ভাল করে ধুলো। তারপরে শাড়িটা ভাল করে ঢেকে ঢুকে পরল যাতে কামড় আর চোষার দাগগুলো দেখা না যায়। চুলটা খুলে আঁচড়ে নিল ভাল করে আরেকবার। খোঁপা করে বেরিয়ে এল বাইরে। দেখল বেজে গেছে সাড়ে নটা। কিচেনে গিয়ে দৃষ্টির খাবার তৈরি করল। খাওয়াল দৃষ্টিকে। শাশুড়ি খুব খুশি। উনি কখনই ভাবেননি বৃন্ত এতটা ভালবেসে ফেলবে দৃষ্টিকে। বৃন্ত যেন কেমন হয়ে যায় দৃষ্টিকে কাছে পেলে। হয়ত পুরুষ জীবনে পিতৃত্বের স্বাদ না পেয়ে সেটা এইভাবে মেটাতে চাইছে। কিন্তু মমতা তো মা ছাড়া এত কার কাছে থাকে। দৃষ্টি সত্যি খুব লাকি মেয়ে যে বৃন্তর মত একজন মা পেয়েছে। রাতে বৃন্ত দৃষ্টিকে নিয়ে নিজের ঘরে চলে গেল। ভাল করে বিছানা করে, একটা বড় পাশ বালিশ দিল ধারে যাতে মেয়ে পড়ে না যায়। মশারি টাঙাল। তারপরে ঘুম পাড়ানোর জন্য পাশে শুলো আর মাথায় হাত বুলিয়ে মেয়েকে আদর করে ঘুম পাড়াতে লাগল। মাথায় হাত বোলাতে বোলাতে বৃন্তর চোখটাও একটু লেগে এল যেন।
বৃন্তকে ছুটি নিতে হবে এক সপ্তাহ। এই ছুটিটা সরকারের পক্ষ থেকে পাওনা হয় নববিবাহিতদের। সেই জন্য নীলও ব্যাবসার কাজ মি. ঘোষালকে দিয়ে এক সপ্তাহ দিয়ে বাড়িতেই থাকবে স্থির করেছিল। নীলের কোন দিকেই খেয়াল নেই। কালকে যে সুখ ও পেয়েছে সে বার বার পেতে চায় যেন। তাই একলা খোঁজে তার মাগীকে। কিন্তু পায় আর না। মাগী সারাদিন ব্যাস্ত রইল দৃষ্টিকে নিয়ে। না জিনিসটা ভাল। দৃষ্টি যেন ওর মা ফিরে পেল। কিন্তু নীলের দিকটাও ভেবে দেখা উচিৎ বৃন্তর। সে ব্যাপারটাকে গুরুত্ব দিল না। সারা দিন বউয়ের দৃষ্টিকে নিয়ে খেলাধুলা। কাজ করা। স্নান সেরে বড়ই আলুথালু হয়ে বেরিয়ে চুল আঁচড়ানো দেখতে থাকল আর রাতের কথা ভেবে উত্তেজিত হতে থাকল।
ইতিমধ্যে বৃন্ত নিলাঞ্জনাকে নিয়ে একবার বেরিয়ে ছিল কিছু কেনাকাটা করতে। ওর বাড়িতে কিছু জিনিস ছিল যেগুলো অন্ধ বাচ্চাদের শিক্ষার কাজে আসে। সবই নিয়ে এসে রেখেছে। সময় মত লাগিয়ে দৃষ্টিকে নিয়ে বসবে। যাতে কলেজ শুরু হবার আগেই ও অনেকটা এগিয়ে যায়। কেন জানিনা বৃন্ত নিজের থেকেও বেশি ভালবেসে ফেলেছে ওই পুঁচকে মেয়েটাকে। হয়ত বাসতো না কিন্তু ওই পুঁচকেটা যেন এক মুহূর্ত আলাদা করতে দিতে চায় না বৃন্তকে তার কাছ থেকে। এমন মেয়েকে ভাল না বাসলে ধরে নিতে হয় মন বলে জিনিস কারোর নেই। নিলাঞ্জনাও খুব ভাল মেয়ে। বৃন্ত আর দৃষ্টির ব্যাপারটা খুব উপভোগ করে সে। নিলাঞ্জনাও যেন খুব ভালবেসে ফেলেছে দাদার বউকে। এত সুন্দর কথা বলে যে চুপ করে যেতে হয়। শাশুড়ি ননদ সবাই যেন খুব ভালবেসে ফেলল বৃন্তকে। বৃন্তর বয়স বেশি, প্রায় পাঁচ বছর নীলের থেকে, তাই একটু আপত্তি করলেও নীলের মা এখন নিশ্চিত এই মেয়েই পারবে তার, ওই অসামাজিক, কঠিন মানসিকতার ছেলে নীলাঞ্জনকে শুধরোতে। কিন্তু নীলও বিয়ে করেছে এই মাগীকে ভালবাসতে নয়, শুধু ভোগ করতে। না হলে অন্য দেশে গিয়ে অন্য মেয়েকে ভাল সে বাসতেই পারত। আর সেটা সে করবেও। কিন্তু এই দেশে বিয়ে করেছে ও মনের জন্য নয় নিজের ধনের জন্য। তাই এই রূপান্তরিত নারী। যতই গাদো শরীর এতটুকু টসকাবে না এই মাগীর।
বৃন্ত একজন শিক্ষিত ছেলে থুড়ি মেয়ে। তার কাছে বিয়ে একটা খুব পবিত্র জিনিস। সে জানে বিয়ে যখন করেছে স্বামীকে বঞ্চিত করা ঠিক নয়। স্বামীর প্রাপ্য স্বামীকে দিতেই হবে। সে পিছপাও নয় তাতে। সে কলেজে বা হাসপাতালে যাই ছিল বা হোক না কেন ঘরে তো সে বউ। আর তার স্বামীর এসব জানার বা ভাবার তো প্রয়োজন নেই। সে তার শরীর ভোগ করবে এবং বৃন্ত তাতে দোষের মনে করে না। বৃন্ত পছন্দ করে না বলে সে বাধা দেবে এমন ছেলে থুড়ি মেয়ে সে নয়। আসলে বৃন্তের মানসিক পরিনতি খুবই উঁচু জায়গায়। সহজেই মনের কথা বুঝতে পারে সে। সে সাইকলজিস্ট। পাগলদের চিকিৎসা করে। তাই এটা খুব ঠিক কথা যে নীলকে দেখেই তার মনের কথা পড়ে নিতে পারে সে। ঠিক যেমন দৃষ্টির নরম মনটা পড়ে সে একজন মায়ের মতই দেখে দৃষ্টিকে। তবে নীলকে দেখে মনে হয়, নীলের মধ্যে ভাল আর খারাপের একটা দ্বন্দ্ব চলে সর্বদা। ছেলেটা হয়ত ভাল খুব, কিন্তু তার মধ্যে কিছু রিপু আছে যেটা নীলকে পশুর মত ব্যাবহার করতে বাধ্য করায়। সে হয়ত ভালবাসার পথে ফিরিয়ে আনবে নীলকে। ছেলেটাকে খারাপ লাগেনি তার। এত ছোট বয়সে যে বাবার ব্যাবসাকে এত বড় করতে পারে তার ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে কোন সন্দেহ থাকে না। যথেষ্ট ব্যক্তিত্বের অধিকারি। খুব মিষ্টি দেখতে। শুধু উলঙ্গ হলে ভয় করে বৃন্তর নীলকে। তখন মনে হয় না ও মিষ্টি। মনে হয় একটা কঠিন পুরুষ। সেই ব্যাপারটা বৃন্তের মনঃপুত হয় না। সেক্স বলে তো কিছু নেই, আছে ভালবাসা। ভালবাসা থাকলেই সেক্সটা অবশ্যম্ভাবী। যেহেতু সে বউ তাই সে ভাল না বাসতে পারলেও চেষ্টা করবে ভালবাসতে নীলকে। তবে নীল যে ওকে ভালবেসে ফেলেছে সেটা তো ঠিক। বৃন্তও মলিকে প্রথমে ভাল বেসেছিল রূপে। পরে ভালবাসা জন্মেছিল সত্যি করেই। বৃন্ত আশা করে এখানেও তার দ্বিরুক্তি হবে না। সে আত্মহত্যা করবে বলে ঠিক করেছিল। কিন্তু কালকের রাতের পরে সে কিছুটা হলেও অন্য ভাবছে। দৃষ্টি যে অযাচিত ভাবে চলে এল জীবনে। বৃন্ত ভাবতে পারে না দৃষ্টি দু দিন আগেও তার জীবনে ছিল না বলে। সে ভাবতে ভাবতে দৃষ্টিকে জড়িয়ে ধরল।
বৃন্ত তৈরি হতে থাকল হাসপাতালে যাবে বলে। অন্যদিন সালোয়ার পরে যায় কিন্তু কি মনে করে সে সিফনের শাড়ি পরে চুলটা ভাল করে বিনিয়ে মাথায় মোটা করে সিঁদুর পরে তৈরি হয়ে বেরিয়ে এল। অপরূপ লাগছে তাকে। হালকা কচি কলাপাতা রঙের সিফনের শাড়ি। ম্যাচিং ব্লাউজ তাকে যেন অসাধারণ রূপবতী করে তুলেছে। সে ভ্যানিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এল ঘর থেকে। দৃষ্টিকে কোলে নিয়ে বেরিয়ে এসে দেখল নিলাঞ্জনা, মিত্রা বসে আছে গল্প করছে। মিত্রা নিলাঞ্জনার বন্ধু। ওর মতই ভাল আর মিষ্টি মেয়ে।
সোনা, মা এখন একটু কাজে যাবে যে। দৃষ্টি মাকে জড়িয়ে ধরে বলল-
কখন আসবে তুমি আবার? বৃন্ত চুমু খেয়ে বলল-
উম্মম্ম তুমি দুপুরে খেয়ে দেয়ে দুষ্টুমি না করে ঘুমিয়ে পড়বে। আর আমি এসে তোমাকে আদর করে ঘুম থেকে তুলব কেমন?
আই লাভ ইয়ু মা।
উম্মম্মাআআ আহহহহ। দুজনে চুমু বিনিময়ে করে দৃষ্টিকে নিলাঞ্জনার কোলে দিয়ে বলল “নিলু আমি আসছি রে”। বৃন্ত বেরচ্ছে দেখে ওর শাশুড়ি বেরিয়ে এল ঘর থেকে।
কোথায় চললি?
একটু হাসপাতালে।
কেন? কি হল আবার।
না ছুটি নেব আজকে। তাই যাই ছুটির অ্যাপ্লিকেশানও তো করতে হবে।
তুই হাসপাতালে কাজ করিস? নীলের মা খুব অবাক হয়ে বলল।
হ্যাঁ মা।
তুমি কি নার্স বউদি? নিলাঞ্জনা জিজ্ঞাসা করল। বৃন্ত মিষ্টি হেসে বলল-
না রে, আমি ডাক্তার। ঘরে যেন বাজ পড়ল। শাশুড়ি যেন বিশ্বাস করতে পারছে না তার ছেলের বউ ডাক্তার।
আমি বৃন্ত গুপ্ত সরি বৃন্ত সেন। সাইকোলজি ডিপার্টমেন্টের হেড। নিলাঞ্জনা আর মিত্রা স্প্রিঙের মত ছিটকে দাঁড়িয়ে পড়ল।
তুমি ডাক্তার? নিলাঞ্জনা যেন ভাবতেও পারেনি। তার এই মিষ্টি বউদিটার পেটে পেটে এত গুন। ছুটে এসে জড়িয়ে ধরল বৃন্তকে। বৃন্ত হেসে ফেলল নিলুর এই কাণ্ড দেখে। দেখল মিত্রা পাশে চলে এসেছে আর শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিত্রা জিজ্ঞাসা করল-
মানে তুমি জগন্ময়ি মেমোরিয়াল মেডিকেল কলেজের বৃন্ত গুপ্ত?
হ্যাঁ কেন।
একটু পায়ের ধুলো দাও বউদি। বলে পায়ে হাত দিয়ে প্রনাম করতেই বৃন্ত হাঁ হাঁ করে উঠল।
এই কি করছিস?
তোমার হয়ত মনে নেই। তুমি আর তোমার টিম আমার পাগল মাকে ফের সাংসারিক জীবনে ফিরিয়ে এনেছ। তখন তুমি অবশ্য রূপান্তরিত ছিলে না। আমরা কতখানি কৃতজ্ঞ তোমার কাছে তুমি জানো না। বাবা তো বলে শহরে তোমার মত ডাক্তার সত্যিই নেই এখন আর। আমার বাবাও ডাক্তার। আমার বাবা ডক্টর সুবিমল সামন্ত।
ও মা তুমি সুবিমল স্যারের মেয়ে? মিষ্টি হেসে জিজ্ঞাসা করল বৃন্ত।
হ্যাঁ গো বউদি। বৃন্ত আর দেরি করল না। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসার সময়ে নীলের মা বৃন্তকে গাড়ি নিয়ে যাবার কথা বলতেই বৃন্ত চেঁচিয়ে বাইরে থেকে বলল-
গাড়ি নিয়ে গেলে দেরি হবে আমি মেট্রোতে যাব আর আসব।
মিত্রা বৃন্তর সম্পর্কে যা জানত বলল নিলাঞ্জনা আর নিলাঞ্জনার মাকে। কত ভাল ছাত্র ছিল বৃন্ত। কত নাম ডাক। কত সম্মান। কি বিশাল ব্যক্তিত্ব। কম কথা বলার সেই বৃন্ত আজকে কত সহজে মা হয়ে গেছে দৃষ্টির, ভাবতেই বউদি সম্পর্কে ধারনা ওদের বাড়িতে অনেক উঁচু হয়ে গেল, মানে নীল ছাড়া। নীলের কাছে বৃন্তের সম্মান নেই বললেই চলে। বৃন্ত নীলের একান্ত নারী। যাকে সে ভোগ করতেই এনেছে। নীল কিছুই শুনল না ওদের কথা। বৃন্ত নেই দেখে রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাত দিনের ছুটিটা যেন মাঠে না মারা যায়।
দৃষ্টি ওঠ সোনা। হাসপাতাল থেকে ফিরে স্নান করে শাড়ি পরে ঘুমন্ত দৃষ্টির পাশে শুয়ে দৃষ্টিকে ওঠাতে লাগল বৃন্ত। দৃষ্টি তার কচি কচি হাত দিয়ে জড়িয়ে ধরল মায়ের গলা। ওকে তুলে খাইয়ে, খেলতে দিল কিছু যন্ত্রের সাহায্যে। যাতে ও কিছু দিন পরেই প্রাকৃতিক ভাবে দেখতে না পেলেও অনুমান করে খেলতে পারে।
এগুল কি যন্ত্র গো বউদি। তাকিয়ে দেখল মিত্রা আর নিলু।
আয় বস। কি জানিস মানুষের চোখ একটা বিশাল জিনিস। বলতে পারিস সেরা তিনটি অরগ্যানের একটা। কিন্তু মানসিক ব্যাপারটা এখানে খুব কাজ করে। ওকে মানসিক ভাবে তৈরি করার জন্যেই এই সমস্ত ব্যাপার। যাতে মানসিক ভাবে ও ভেঙে না পড়ে। এগুলো দিয়ে খেলতে খেলতে শিখে গেলে ওর মানসিক জোর এমনিই বেড়ে যাবে। তখন দেখতে পায়না বলে দুঃখটা ওর কম থাকবে। সেটাই ওকে আগে নিয়ে যাবার পথে পাথেয় হবে। ঠিক সেই সময়ে নীল ঢুকল। বৃন্তকে একবার দেখে চলে গেল উপরে। মিত্রা খানিক মুচকি হেসে উঠে গেল সাথে নিলাঞ্জনাও। বৃন্ত রান্না ঘরে গিয়ে কফি বানিয়ে ট্রে নিয়ে ওপরে উঠে এল। আসার আগে দেখে এল নিলাঞ্জনার কাছে দৃষ্টি খেলছে। ও নিশ্চিন্ত হয়েই ওপরে এল। দেখল নীল জামা প্যান্ট ছেড়ে একটা বারমুডা পরে সিগারেট নিয়ে ব্যালকনিতে গেল। ও ট্রেটা নামিয়ে কফি বানিয়ে ব্যালকনি গিয়ে কফি দিল।
আপনার কফি।
রাখ। রেগে রেগেই জবাব দিল নীল। ঘরে ঢুকে এল বৃন্ত। দেখল তোয়ালে, প্যান্ট জামা সব এদিক ওদিক ছড়ানো। প্রচণ্ড রেগে গেল দেখে ও। কিছু না বলে সব গুলোকে গুছিয়ে আলমারির ভিতরে হ্যাঙ্গারে টাঙিয়ে দিল। বৃন্ত চাইছিল নীলের অত্যাচার। কিন্তু নীল রেগে আছে। ও ঘাঁটাল না বেশি। বিছানাটাকে ধামসে ছিল নীল। সেটাকে ঠিক করে দিয়ে নীচে নেমে আসার জন্য তৈরি হল। আয়নায় নিজেকে দেখে নিয়ে যেই বেরিয়ে আসতে যাবে দেখে দরজা আটকে দাঁড়িয়ে আছে নীল। কখন চলে এসেছে পিছন দিয়ে খেয়াল করেনি সে।
যেতে দিন। একটু অসোয়াস্তি হচ্ছিল বৃন্তর। সে চাইছিল অত্যাচার কিন্তু ব্যাপারটা সত্যি হতে দেখে নিজের ওপরেই রাগ হতে শুরু করল। নীল কোন কথা না বলে বৃন্তকে টেনে নিল বিশাল বুকে আর খোঁপাটা মুচড়ে চুমু খেতে লাগল।
উম্মম্মম্মম্ম কি করছেন। বৃন্ত প্রতিবাদ করল যেন।
- “বাড়িতে মিত্রা নিলু সবাই আছে, দৃষ্টিও খেলছে। আআআআ আহহহহহ রাতে করলে হয় না? উম্মম্মম আআআআ আআহহ হহহহহ কি করছেন ছাড়ুন না”। নীল যেন কেয়ার করল না। নিজের বউকে ভোগ করবে তাতে বাড়িতে কে আছে ভেবে কি হবে।
উম্মম্মম। আমি পারছি না বিন ( বৃন্ত ডাক নাম)। ঊম্মম্মম্মম্মম্মম। বৃন্তকে ধরে খূব জোরে জোরে চুমু খেতে লাগল নীল। চুমু খেতে খেতে বিছানায় নিয়ে এসে ফেলল। বৃন্তের ভালই লাগে নীলের এই ব্যাপার গুলো। কিন্তু বাড়িতে দুটো মহা দুষ্টু মেয়ে আছে। যদি ওরা চলে আসে এই ভেবে ও আরও লজ্জা পেল।
এই, ছাড়ুন না। ইসসসস মা গো, দরজাটা তো বন্ধ করবেন নাকি? আআআআআ আআহহহহহ, ততক্ষনে নীল ঘাড় গলায় চুমু খেতে শুরু করেছে বৃন্তের।
দেড় ঘণ্টা পরে যখন বেরল বৃন্ত, ঘর থেকে ওকে চেনার উপায় নেই যে কিছুক্ষণ আগে ও বেশ সুন্দর করে সেজে গুজে নীলকে কফি দিতে ঢুকেছিল। এখন চুল খোলা অবিন্যস্ত। কাপড় পরে কোনরকমে বেরিয়ে এল বৃন্ত। মুখে একটা প্রশান্তির হাসি। নীচে নেমেই সোজা বাথরুমে ঢুকল ও। চারিপাশ দেখে নিয়েছে নিলা আর মিত্রা নেই আশেপাশে। ইসসসস ধুতে হবে পুরো শরীরটা। জানোয়ারটা কত যে ঢেলেছে ভিতরে কে জানে। ইসসস গড়িয়ে পড়ছে হাঁটুর নীচে। ও শাড়ি সায়া খুলে বাথরুমে ধুতে ঢুকল। ইসস কি ঘন চ্যাটচ্যাটে। বাবারে কত যে ঢেলেছে কে জানে। ইসসসসস বুকের কাছে কামড়ের দাগ করে দিয়েছে। ও সব ভাল করে ধুলো। তারপরে শাড়িটা ভাল করে ঢেকে ঢুকে পরল যাতে কামড় আর চোষার দাগগুলো দেখা না যায়। চুলটা খুলে আঁচড়ে নিল ভাল করে আরেকবার। খোঁপা করে বেরিয়ে এল বাইরে। দেখল বেজে গেছে সাড়ে নটা। কিচেনে গিয়ে দৃষ্টির খাবার তৈরি করল। খাওয়াল দৃষ্টিকে। শাশুড়ি খুব খুশি। উনি কখনই ভাবেননি বৃন্ত এতটা ভালবেসে ফেলবে দৃষ্টিকে। বৃন্ত যেন কেমন হয়ে যায় দৃষ্টিকে কাছে পেলে। হয়ত পুরুষ জীবনে পিতৃত্বের স্বাদ না পেয়ে সেটা এইভাবে মেটাতে চাইছে। কিন্তু মমতা তো মা ছাড়া এত কার কাছে থাকে। দৃষ্টি সত্যি খুব লাকি মেয়ে যে বৃন্তর মত একজন মা পেয়েছে। রাতে বৃন্ত দৃষ্টিকে নিয়ে নিজের ঘরে চলে গেল। ভাল করে বিছানা করে, একটা বড় পাশ বালিশ দিল ধারে যাতে মেয়ে পড়ে না যায়। মশারি টাঙাল। তারপরে ঘুম পাড়ানোর জন্য পাশে শুলো আর মাথায় হাত বুলিয়ে মেয়েকে আদর করে ঘুম পাড়াতে লাগল। মাথায় হাত বোলাতে বোলাতে বৃন্তর চোখটাও একটু লেগে এল যেন।