09-04-2021, 12:11 PM
(09-04-2021, 11:34 AM)Tiyasha Sen Wrote: এই পর্বটা এতক্ষণে গুছিয়ে গোপনে পড়লাম! কারণ আপনার গল্প একান্তে, নির্জনে নিবিড় ভাবে অনুভব করতে ভালো লাগে!
আপনার প্রতিটা চরিত্র এত নিখুঁত মসৃণ যে ভীষণভাবে অনুভব করি তাদের!!
এই পর্ব টা পড়ে মনে হচ্ছে ইসস এমন একটা বর পেলে মন্দ হয়না!!! আহা!
আমি ঠিক এই কথাটাই বাবান এর সাথে আলোচনা করছিলাম, সেখানে লিখেছিলাম, শুধু মাত্র পুরুষ নয়, অনেক নারীও এহেন কামনাই করে হয়তো মনে মনে, শুধু হয়তো আমাদের আর্থসামাজিকতার পরিস্থিতি বিশেষে প্রকাশ করতে পারে না, আর যারা পারে, তাদের সংসর্গে হয়তো আমরা পৌছাতে পারিনি... কিন্তু তবুও... এ হেন অভিলাশা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই মনের মনিকোঠায় নিশিক্ত থাকে, কেউ সেটা প্রকাশ করে, কেউ করে না... যারা করতে পারে, তারা গতানুগতিক সুখানুভূতির বাইরে গিয়েও এক অনাবিল আনন্দে সিঞ্চিত হয়ে ওঠে...
ঠিক আছে, তোমার জন্য এমনই একটা বর খুঁজে বের করবো আমরা, সবাই মিলে... তার সাথে প্রথমেই কথা বলে নেওয়া হবে এটা নিয়ে... কি বলো? হা হা হা