08-04-2021, 03:50 PM
(08-04-2021, 09:44 AM)Nilpori Wrote: প্রথমে ই আপনাকে বলি তৃপ্তির তৃপ্তি আমার নয়।
আর মৈথিলী আমার ই লেখা। আর সেটা আপনি আগে পড়ে থাকলে সেটা আমার অন্যনাম এ প্রকাশ হয়ে ছিল।
আর এই ফোরাম এ আমার নাম এই নাম এ প্রকাশ করেছি।
দুই কন্যার কাহিনি সেটা ও অন্যনাম এ প্রকাশ। আপনি জানেন না যে আমি
১৫ বছর আগে ও literotica তে লিখতাম ছদ্মনাম এ।
তাই কিছু বলার আগে একটু ভাববেন।
(08-04-2021, 10:27 AM)Nilpori Wrote: আপনি এটা কি শুরু করেছেন বলুন তো? যত আপডেট দিচ্ছেন তত ই পড়ছি। আর যত ই পড়ছি তত ই হারিয়ে যাচ্ছি।
পড়তে পড়তে আমার যে বোধ টা সৃষ্টি হচ্ছে তাকে আমি এই ভাবে যদি বলি তা অতিশয়োক্তি হবে না।
এ যে ঠিক আলেকজান্ডার এর দিগ্ববিজয়। সেই সুদূর ম্যসিডোনিয়া থেকে বেড়িয়ে মধ্য প্রাচ্য হয়ে ভারতের দিকে অগ্রসর। আমার তো মনে হচ্ছে গল্প এখনো মধ্য প্রাচ্য পর্যন্ত ই আসেনি। ভারত অনেক দূর।
এবার অনিন্দীতা আর কণক কে নিয়ে একটা পিক্টোগ্রাফি করলাম। দেখুন তো
পছন্দ হল কিনা।
[url=https://
আর একটা কথা আছে।
আপনার যদি অনুমতি হয়। তা হলে
আপনার থ্রেডে আমি একটা বিষয় নিয়ে সমস্ত পাঠক বর্গ র উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।
(08-04-2021, 02:01 PM)Nilpori Wrote: আরিব্বাস আপনি ও তো কম যান না মশাই। আমি অস্বীকার করতে পারছি না, যে এই ছবি টা র সাথে আমার অনেক টা ই মিল আছে।
আর তার সাথে যে কটা শব্দবন্ধনী দিয়ে প্রকাশ করেছেন তা অসাধারন।
অসাধারণ,,,খুুুবই চমৎকার,,, তাহলে দাদার দেয়াা এই ছবিটিকে মনে রেখে আপনাকে কল্পনা করে নিব,,, আপনি সত্য্যিই অনেক রুপবতী,,,
আর আপনার লিখা মৈথিলী পড়ে খুব ভালো লেগেছে,,, এত অসাধারণ প্রেক্ষাপট নিয়ে একটি গল্প আফসোস হচ্ছে আগে কেন পড়তে পারি নি,,, অসাধারণ,,, খুব ব্যাতিক্রম ধর্মী প্রেম কাহিনী,,, তবে কিছু জিনিস জানতে ইচ্ছে করে এই গল্পের ব্যাপারে,,,
আপনার নতুন নতুন আর অসাধারণ কাজের অপেক্ষায় রইলাম,,, শুভকামনা রইল