08-04-2021, 01:32 PM
(08-04-2021, 10:27 AM)Nilpori Wrote: আপনি এটা কি শুরু করেছেন বলুন তো? যত আপডেট দিচ্ছেন তত ই পড়ছি। আর যত ই পড়ছি তত ই হারিয়ে যাচ্ছি।
পড়তে পড়তে আমার যে বোধ টা সৃষ্টি হচ্ছে তাকে আমি এই ভাবে যদি বলি তা অতিশয়োক্তি হবে না।
এ যে ঠিক আলেকজান্ডার এর দিগ্ববিজয়। সেই সুদূর ম্যসিডোনিয়া থেকে বেড়িয়ে মধ্য প্রাচ্য হয়ে ভারতের দিকে অগ্রসর। আমার তো মনে হচ্ছে গল্প এখনো মধ্য প্রাচ্য পর্যন্ত ই আসেনি। ভারত অনেক দূর।
এবার অনিন্দীতা আর কণক কে নিয়ে একটা পিক্টোগ্রাফি করলাম। দেখুন তো
পছন্দ হল কিনা।
[url=https://
আর একটা কথা আছে।
আপনার যদি অনুমতি হয়। তা হলে
আপনার থ্রেডে আমি একটা বিষয় নিয়ে সমস্ত পাঠক বর্গ র উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।
এ বাবা... না না, আমি আবার কি করলাম, করছে তো ওই কণক আর বিপ্রনারায়ণ... আমি তো শুধু চুপি চুপি রাতের অন্ধকারে উঁকি মেরে শুনছিলাম ওদের কথোপকথন গুলো, আর যতটুকু কানে এসে পৌছেচে আর চোখে পড়েছে, সেটাই বলেছি আপনাদের... আমি বাবা এর মধ্যে নেই... ও সব জমিদার বাড়ির অন্দর মহলের কেচ্ছার সাথে আমি কোন সাতেও নেই, পাঁচেও নেই... তাই কতই না ভয় ভয় ছিলাম সেদিন ওই ঘরের মধ্যে লুকিয়ে, এই না ধরা পড়ে যাই... যাক, আমায় দেখতে পায়নি ওরা নিজেদের নিয়ে মসগুল ছিল বলে, এই রক্ষে... তবে দেখতে পাবেই বা কি করে, তখন বিপ্রর মাথার মধ্যে তো অনিন্দীতা ঘুরছে... যা প্রথম দিকে খচে গিয়েছিল পাশে বিছানায় কণককে না দেখতে পেয়ে... বাপরে... দেখছিলাম তো ওর চোখ মুখ... সে রাগে লাল হয়ে উঠেছিল... আর তারপর? উফফফ... অনিন্দীতার কথা শুনে ওটা একেবারে দাঁড়িয়ে সটাং যাকে বলে, হা হা হা...
নাহ!... অসাধারণ লাগল এবারের ছবিটা কিন্তু... যেন সত্যিই একেবারে আমার গল্প থেকে জীবন্ত উঠে এসেছে দুই জনে, কণক আর অনিন্দীতা... ঠিক যেমনটা আমার কল্পনায় এঁকেছিলাম আমি... আহা... অভূতপূর্ব... অসাধারণ... অনবদ্য...
তাই আমার একটি ছোট্ট প্রয়াশ... একটি ছোট্ট উপহার আপনার জন্য শুধু...
নিশ্চয়... আপনাকে আলাদা করে কোন অনুমতি নেওয়ার কোন প্রয়োজনই নেই কোন কিছু বলার... আপনি সানন্দে এবং সচ্ছন্দে নিজের বক্তব্য পেশ করতে পারেন যখন খুশি...