06-04-2021, 05:29 PM
(06-04-2021, 10:51 AM)Nilpori Wrote: উফফ আপনি তো দিন দিন মারাদোনা হয়ে যাচ্ছেন। একবার মাঝমাঠ থেকে সবাই কে শুইয়ে দিয়ে গোল করছেন তো পরের আপডেটে ই ইশ্বরের হাত দিয়ে গোল করছেন। কে ঠেকাবে আপনাকে? আর এই রকম গ্রাম্য প্রাতঃভ্রমণ আমি ও করতে চাই।
এবার আর পিক্টোগ্রাফি নয় একটা ছবি ই দিলাম অনিন্দীতা কে ভেবে।
অসাধারণ বললেও কম বলা হবে... অদ্ভুত সুন্দর... তবে এখানে একটা কথা বলতে পারি, আমার কল্পনায় আঁকা অনিন্দীতার সাথে কিন্তু এ মুখ মিলল না... রাগ করবেন না প্লিজ... যা মনে এলো, সেটাই বলে ফেললাম...
তবে আপনার ওই চার লাইনের কবিতাটা মিস করলাম... সেটা থাকলে আরো ভালো লাগতো...