05-04-2021, 04:21 PM
(31-03-2021, 06:30 PM)Baban Wrote: আরে কি যে বলো.... তুমি আমার গপ্পো পড়ে নিজের মতামত দিলে অথচ আমার তোমার গপ্পো পড়া হয়ে উঠলোনা. আসলে নানারকম কারণে হয়ে ওঠেনা. তবু কালকের আপডেট পড়লাম. পড়েই তো আমার ছোটা চেতন চেতনা লাভ করে আকৃতি পরিবর্তন করেছিল. হি হি.
যাইহোক.... আমি পিনুদার জন্য signature বানিয়েছিলাম. সুপ্তির সন্ধানের পোস্টার ও signature. এবারে ভাবলাম তোমার গল্পের জন্যও একটা signature বানিয়ে ফেলি. পড়া হয়তো হয়ে উঠছেনা কিন্তু বুঝতে পারছি কি ধরণের signature মানাবে এই গপ্পে. শীঘ্রই তোমায় দেবো. পারলে ওটাকেও নিজের এই গল্পের স্বাক্ষর বানিও নিও ❤
এটা আমারও হয়ে ওঠে না, অন্য লেখকের গল্প গিয়ে সব সময় পড়া... চেষ্টা করি, কিন্তু কাজ, নিজের গল্প লিখে আর সেটা বের করা সম্ভব হয় না সব সময়...
কিন্তু আমার signature? সেটার কি হলো? অধীর আগ্রহে অপেক্ষায় রইছি তো!
(03-04-2021, 05:25 PM)Baban Wrote:
অসংখ্য ধন্যবাদ বাবান...