04-04-2021, 03:53 AM
অনবদ্য. এক কথায় অসাধারণ.
এই গল্পের প্রথম পর্ব পড়েই মুগ্ধ হয়ে গিয়েছিলাম. খুব খারাপ লাগতো এই ভেবে যে এই গল্পেরও বুঝি অকালমৃত্যু হলো. যাহোক খুব ভালো লাগলো যে গল্পটি এগিয়ে চলেছে.
একটি অনুরোধ রইলো. ভাই, যদি পারো তাহলে দেখো যদি ৬-৭ বছর পুরোনো একটি গল্প "পূর্বার দুর্বার প্রেমিক" আর এই forum-এ গতবছর লেখা একটি গল্প "খেলাঘর" - গল্পগুলোর তোমার মতো করে কিনারা করতে পারো কিনা. আগে বলবো, এই অসমাপ্ত গল্পদুটি পড়ে দেখো - পড়লেই বুঝতে পারবে লেখা আর প্লটের standard. আমি মনে করি তুমি সেই মানের লেখা লিখতে পারো. এই দুটো গল্পই তুমি এই forum-এ পেয়ে যাবে.