31-03-2021, 06:05 PM
(31-03-2021, 04:11 PM)sairaali111 Wrote:'' নয়ন আমার রূপের পুরে সাধ মিটিয়ে বেড়ায় ঘুরে / শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন . . . '' - জগতের সেই 'আনন্দ-যজ্ঞে'-ই তো আমন্ত্রণ জানাচ্ছেন জনাবজী । - আমাদের । বুভুক্ষু অভাজনদের । - সালাম ।
আমার আমি খামখেয়ালি বড়,
প্রতিটা মুহুর্তগুলোতে খুঁজি সুখ;
আমার আমি হাসতেই থাকি,
কান্না ভেজা বালিশে লুকিয়ে মুখ।
আমার আমি একলা ভীষণ,
হাজার চেনা মানুষের মাঝে;
আমার আমি তো নিজেকেই ভালবাসিনা,
আমার কি অন্যকে স্বপ্ন দেখানো সাজে!
আমার আমি মন খারাপি রাতে,
বন্ধু খুঁজি মুঠোফোনের বন্ধ ঘরে;
আমার আমি ফের ভুলে যাই,
সবাই তো সার্থ খুঁজেই মরে।
আমার আমি একলাই সুখী,
আর সুখী হওয়াটাই তো আসলে সব;
তবুও আমার আমি সব ভুলে আবার বন্ধু খুঁজি,
আবারও শত আশার ভিড়ে জেগে ওঠে মনখারাপি রব।